জনপ্রশাসন সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশের মধ্যে একটি হচ্ছে মন্ত্রণালয় কমিয়ে আনা। বর্তমানে মোট ৪৩টি মন্ত্রণালয় রয়েছে। এসব মন্ত্রণালয়ের মধ্যে বিভাগ রয়েছে ৬১টি। এ মন্ত্রণালয়গুলোকে যুক্তিসঙ্গতভাবে কমিয়ে সরকারের সকল মন্ত্রণালয়কে মোট ২৫টি মন্ত্রণালয়ে এবং ৪০টি বিভাগে পুনর্বিন্যাস চেয়েছে কমিশন। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে এ সুপারিশ করা হয়। এর বাইরেও এসব মন্ত্রণালয়কে পাঁচটি গুচ্ছে বিভক্ত করারও সুপারিশ করছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মন্ত্রণালয় ও বিভাগকে যে পাঁচটি গুচ্ছে বিন্যস্ত করার সুপারিশ করা হয়েছে সেগুলো হলো (ক) বিধিবদ্ধ প্রশাসন (খ) অর্থ, শিল্প ও বাণিজ্য, (গ) ভৌতঅবকাঠামো ও যোগাযোগ (ঘ) কৃষি ও পরিবেশ (ঙ) মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন। আরও পড়ুন...
মন্ত্রণালয় কমিয়ে ২৫টিতে আনার সুপারিশ
অনলাইন ডেস্ক
![মন্ত্রণালয় কমিয়ে ২৫টিতে আনার সুপারিশ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738776833-adb05bc23197b2f8d3479a573aec77ae.jpg?w=1920&q=100)
পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ
অনলাইন ডেস্ক
![পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738775450-9e9bebdb0c5f8e58871506245070ecd8.jpg?w=1920&q=100)
সিভিল সার্ভিসে সমতা আনা ও জনপ্রশাসনের উচ্চতর পদে মেধাবীদের জন্য সুযোগ সৃষ্টিতে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং বাকি ক্যাডারগুলোর কর্মকর্তাদের জন্য ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আর উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত পদগুলো নিয়ে একটি সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস (এসইএস) গঠনের সুপারিশ করা হয়ছে। কমিশনের প্রতিবেদনের সারসংক্ষেপ থেকে এ তথ্য জানা গেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। বর্তমানে উপসচিব পদে ৭৫ ভাগ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও বাকি ২৫ শতাংশ অন্যান্য ক্যাডারের কর্মকর্তা পদোন্নতি পেয়ে থাকেন। গত ১৭ ডিসেম্বর সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জনপ্রশাসন...
শিগগিরই পুলিশ কনস্টেবল পদে নিয়োগ
![শিগগিরই পুলিশ কনস্টেবল পদে নিয়োগ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738773482-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২০২৫ সালের নিয়োগ কার্যক্রম শিগগিরই শুরু হবে। পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকা এবং বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) প্রকাশিত হবে। news24bd.tv/আইএএম
রমজান উপলক্ষে বাংলাদেশকে খেজুর উপহার দিল সৌদি আরব
অনলাইন ডেস্ক
![রমজান উপলক্ষে বাংলাদেশকে খেজুর উপহার দিল সৌদি আরব](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738773386-aa80c3f06238ba00fbc5e08c362cf7e8.jpg?w=1920&q=100)
আসন্ন রমজান মাস উপলক্ষে বাংলাদেশকে ১০০ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব। বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার সৌদি দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে এ খেজুর উপহার দেওয়া হয়। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছে এ খেজুর হস্তান্তর করেন। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বলেন, সৌদির দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে বাংলাদেশকে ১০০ টন খেজুর উপহার দেওয়া হয়েছে। এ খেজুর উপহার দিতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পসহ প্রান্তিক মানুষের কাছে এ খেজুর পৌঁছে দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর