নিকোল কিডম্যান সম্প্রতি পাল্ম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে আন্তর্জাতিক স্টার অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ সময় আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি। মা জ্যানেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে পুরস্কারটি উৎসর্গ করেন। বেবিগার্ল চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ায় চলচ্চিত্র নির্মাতা হালিনা রেইজিনকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, এখনও আমি মায়ের মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত। অশ্রুসিক্ত অবস্থায় তিনি বলেন, এই অর্জন আমার মাকে উৎসর্গ করছি। তিনি বলেন, আমার পুরো ক্যারিয়ারই আমার মা এবং বাবার জন্য ছিলো। তারা এখন আর নেই। আমি এখনও কাজ করে যাব এবং বিশ্বের কাছে ভালো কিছু উপহার দেব। কারণ আমি যা করি তা ভালোবেসে করি এবং আমি আপনাদেরকেও ভালোবাসি। চলচ্চিত্র সম্প্রদায়ের অংশ হতে পারার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অশ্রুসিক্ত চোখে তিনি আরও বলেন,...
এটি তোমার জন্য: নিকোল কিডম্যান
অনলাইন ডেস্ক
‘বন্দুকযুদ্ধে নিহত’ পানামা ফারুক-ই কী তাহসানের শ্বশুর?
অনলাইন ডেস্ক
জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। নেটিজেনরা তাহসান ও তার দ্বিতীয় স্ত্রী রোজার ছবি শেয়ার করে ক্যাপশন যোগ করছেন, তাহসান তার চাঁদের আলো পেয়ে গেছে। তবে তার এই চাঁদের আলো-র পেছনে কিছু অপ্রত্যাশিত আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে রোজার বাবা পানামা ফারুকের পরিচয় নিয়ে। নেটিজেনরা দাবি করছেন, রোজার বাবা পানামা ফারুক ছিলেন বরিশালের একজন শীর্ষ সন্ত্রাসী, যিনি ২০১৪ সালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান। স্থানীয় সূত্র অনুযায়ী, ১৯৯৩ সাল থেকে ফারুক আহম্মেদ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং ২০০১ সালের পর তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন। তবে ২০০৮ সালে আবারও সক্রিয় হয়ে ওঠেন এবং দক্ষিণাঞ্চলজুড়ে সন্ত্রাসী কার্যক্রম চালাতেন। ২০১৪ সালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। তাহসানের বিয়ের খবরের পর...
‘চাঁদের আলো’ দুবার এসেছে তাহসানের জীবনে
অনলাইন ডেস্ক
আলো আলো তুমি কখনও আমার হবে নাগানটি দিয়ে সঙ্গীতশিল্পী তাহসান ভক্তদের মনে একটি চিরন্তন জায়গা করে নিয়েছিলেন। তবে, এই গানটি একসময় ছিলো বিষাদের, তবে তাহসানের কাছে যা রূপ নিয়েছে প্রেম কাহিনিতে। চাঁদের আলো পরপর দুবার ধরা দিয়েছে তার জীবনে। তাহসান যখন আলো আলো গেয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, তখন তার নিজস্ব জীবনে কিন্তু এমন এক চমক ছিল, যা খুঁজে পাওয়া কঠিন। প্রথম বিয়ে করেন রাফিয়াত রশীদ মিথিলাকে। তবে মিথিলা শুধু চাঁদের আলো নন, তাহসানের জীবনে তিনি ছিলেন স্বপ্নের রূপযে স্বপ্নটা হারিয়ে যায় এক সময়। সম্প্রতি রোজা নামে জনপ্রিয় মেকআপ আর্টিস্টের সঙ্গে গাঁট বেধেছেন তাহসান। তারপরই ফের আলোচনায় এ শিল্পী। তাহসান অবশ্য নিজের জীবনের গল্পকে খুব সুন্দরভাবে আড়ালে রাখেন। কখনোই তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি কথা বলেন না, কিন্তু ভক্তদের জন্য একটাই বার্তা...
‘একমাস রিকশা চালিয়েছি’
নিজস্ব প্রতিবেদক
নিজের রিকশা গার্ল সিনেমা মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত নভেরা রহমান। তিনি জানান, রিকশা গার্ল মুক্তি পেতে যাচ্ছে। এটি নতুন বছরে দর্শকের জন্য বিশেষ উপহার। সিনেমাটি প্রথমে বিদেশি দর্শকরা দেখেছেন, এ নিয়ে আমাদের সবার মনে একটু ক্ষোভ ছিলো। শেষমেশ দেশের দর্শকরা এটি দেখতে পাবেন ভেবে ভালো লাগছে। অপেক্ষার ফল সবসময়ই ভালো হয়। আশা করছি, সিনেমাটি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে। সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে নভেরা বলেন, নভেরা থেকে নাঈমা হওয়ার জার্নিটি বেশ অদ্ভুত ছিল। মনে আছে, নিকেতনপাড়ার ভেতর আমি এক মাস রিকশা চালিয়েছি। আমার পেছনে ইডিরা বসে থাকতো আর আমি রিকশা চালাতাম। পড়াশোনার জন্য দেশের বাইরে অনেক বছর থাকতে হয়েছে। সিনেমায় কাজ করতে গিয়ে ঢাকাকে খুব গভীরভাবে দেখার সুযোগ হয়েছে। সবকিছুর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার টিমের প্রতি। শুধু ঢাকা নয়, পাবনাতেও এর দৃশ্য ধারণ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর