আজ ৭ জানুয়ারি, ফেলানী খাতুন হত্যার ১৪তম দিবস। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে নির্মমভাবে প্রাণ হারায় ১৫ বছর বয়সি কিশোরী ফেলানী খাতুন। সীমান্তের কাঁটাতারে ঝুলন্ত ফেলানীর লাশের বিভীষিকাময় দৃশ্য আজও আমাদের হৃদয়ে গভীর ক্ষতচিহ্ন হয়ে আছে। আজ, ১৪ বছর পরেও ফেলানী হত্যার বিচার না হওয়া আমাদের জাতীয় ব্যর্থতা এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের আধিপত্যবাদের নির্মম চিত্র তুলে ধরে। আমরা আর এই ব্যর্থতার দায় বহন করতে চাই না। বাবার হাত ধরে নিজ দেশে ফেরার পথে নির্মমভাবে প্রাণ হারানো ১৫ বছর বয়সী ফেলানী খাতুন, কিংবা মায়ের সঙ্গে ভাইকে দেখতে ভারতে যাওয়ার পথে ১৪ বছর বয়সী স্বর্ণা দাস, অথবা অবৈধ অনুপ্রেবশের অজুহাতে সীমান্তে বিএসএফ-এর হাতে বিনাবিচারে সকল বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ডের...
‘ব্যর্থতার দায় বহন করতে চাই না’, ফেলানী হত্যার বিচার চেয়ে শিবির
অনলাইন ডেস্ক
রুহুল কবির রিজভীর নামে ভুয়া বিবৃতি
নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নামে একটি ভুয়া বিবৃতি প্রচার করা হয়েছে বলে জানিয়েছেন দলের সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ভুয়া বিবৃতিটি ২০২৪ সালের ১৫ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছিল। বিজ্ঞপ্তিতে মো. তাইফুল ইসলাম টিপু বলেন, কিছু স্বার্থান্বেষী ও কুচক্রী মহল আমার স্বাক্ষর স্ক্যান করে ফেসবুকে মিথ্যা ও বানোয়াট বিবৃতিটি পোস্ট করেছে। এটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। উক্ত বিবৃতিটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। ভুয়া বিবৃতিতে দাবি করা হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন পাগলা জানার পাইথল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ডা. হারুনুর রশীদকে আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে। এই ঘটনার নিন্দা জানিয়ে...
বলেছিলাম ১ বছরের বেশি সংসদে টিকবা না, ৭ মাসের বেশি পারে নাই: রুমিন ফারহানা
অনলাইন ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি বলেছিলাম, ২০২৪ এর নির্বাচন করো হাসিনা, করতে পারো, কিন্তু এক বছরের বেশি সংসদে টিকবা না। আল্লাহর দরবারে কোটি-কোটি শুকরিয়া, সাত মাসের বেশি টিকতে পারেন নাই। তিনি আরও বলেন, ওই গণভবন যেটা এক টাকা দিয়ে কিনে নিতে চাইছিলা, মনে করছিলা গণভবন তোমার বাপের বাড়ির পৈত্রিক সম্পত্তি। সেই গণভবন থেকে হেলিকপ্টারে কইরা ওই যে উড়াল দিছে আর আসতে পারে নাই। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, এখন আওয়ামী লীগ চোখে দেখা যায় না। দৃশ্যমান কোনো শত্রুও নেই। তবে অদৃশ্য শত্রু আছে। তাই মনে রাখবেন, বিএনপি এখনও ক্ষমতায় আসেনি। কোনরকম...
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুজনের মধ্যে নির্বাচন, দুর্নীতি, অর্থনীতি এবং জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তারা সংস্কার প্রক্রিয়া এবং সম্ভাব্য করণীয় নিয়ে মতবিনিময় করেন। এ বিষয়ে একটি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান, যা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়। news24bd.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর