উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্স রাত ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানবন্দরে অবতরণ করেছে। এ উপলক্ষে শাহজালাল বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মীর বিমানবন্দরে আগমনকে কেন্দ্র করে বিশেষ এই সতর্কাবস্থা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরের বাইরে (ল্যান্ডসাইড) নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ডিবি ও সোয়াটের মতো স্পেশাল টিম।...
বিমানবন্দরে তিন স্তরের বিশেষ নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশকে চাপে রাখতে ভারতীয় বিএসএফের ‘সীমান্ত হত্যা’!
২০১১ সালে ফেলানী খাতুন থেকে শুরু করে ২০২৪ সালে স্বর্ণা দাসসীমান্ত হত্যার সবটাই যেন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সুস্পষ্ট নজির। ১৫ বছর বয়সী কিশোরী ফেলানী কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত দিয়ে তার বাবার সঙ্গে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। কাঁটাতার পার হওয়ার সময় তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। তার লাশ দীর্ঘসময় ঝুলে ছিল কাঁটাতারের বেড়ায়। বিচার না পেয়ে ক্ষুব্ধ ও হতাশ ফেলানীর মা জাহানারা বেগম সেসময় সাংবাদিকদের বলেছিলেন, এমনভাবে কেউ যেন তার সন্তান না হারায়। সীমান্তে একটি পাখিও যেন বিএসএফের হাতে মারা না যায়। গতবছরের ১ সেপ্টেম্বর বিএসএফের গুলিতে নিহত হন মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্বর্ণা দাস। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিএসএফের গুলিতে ও নির্যাতনে অন্তত ৬০৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ...
ফেলানী হত্যার বিচার হয়নি ১৩ বছরেও
অনলাইন ডেস্ক
বহুল আলোচিত ফেলানী হত্যার বিচার কাজ ১৩ বছরেও শেষ হয়নি। অভিযুক্ত অমিয় ঘোষকে দুই দফায় খালাস দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিশেষ কোর্ট। রায়টি প্রত্যাখান করে মানবাধিকার সংগঠনের সহযোগিতায় ভারতের সুপ্রিম কোর্টে রিট করা হয়। কিন্তু এখন পর্যন্ত রিটের শুনানি হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায়বিচারের আশা ফেলানীর বাবা-মায়ের। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ। পরে চার ঘণ্টা মরদেহ কাঁটাতাঁরে ঝুলিয়ে রাখে। এ দৃশ্য বিশ্বব্যাপী নিন্দার ঝড় তোলে। ঘটনার দুই বছর পর ২০১৩ সালের ১৩ আগষ্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ কোর্টে শুরু হয় হত্যাকাণ্ডের বিচার। ফেলানীর বাবা ও মামার সাক্ষ্যগ্রহণ শেষে ৬ সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে খালাস দেওয়া হয়। রায় প্রত্যাখান করে পুনরায় বিচার দাবির পর...
'মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো কথা বলা যাবে না'
নিজস্ব প্রতিবেদক
মসজিদের ইমাম ও খতিবদের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো কথা বলা যাবে না। বাছ বিচার না করে কারো ব্যাপারে কোনো ধারণা করা যাবে না। আজ মঙ্গলবার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জেলা পর্যায়ের ইমাম খতিবদের প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আলেমদের জুলুম নির্যাতনের শিকার হওয়ার কথা তুলে ধরেন। আলেমদের হাতে দেশ চালানোর ক্ষমতা এলে দেশের সর্বস্তরের মানুষ ভালো থাকবে বলেও জানান তিনি। তিনি বলেন, সমাজকে মসজিদ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হচ্ছে। পরিবর্তিত দেশে এখনও কিছু না কিছু অপরাধ হচ্ছে। কিন্তু আলেমদের নামে কোনো অপরাধের অভিযোগ শোনা যাচ্ছে না। ওলামায়ে কেরাম এক হলে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে বলেও জানান তিনি। news24bd.tv/TR...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর