মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভ্যালেন্টিনো ফিরি ঢাকা সেনানিবাসের সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) এই সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারকে ধন্যবাদ জানান। সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতের আগে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য, গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার ৫ দিনের সরকারি...
সেনাপ্রধানের সঙ্গে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
অনলাইনে মামলা গ্রহণ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
অনলাইনে মামলা গ্রহণ চালু করতে পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। এদিনের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। news24bd.tv/FA
স্ত্রী-সন্তানসহ সাবেক মন্ত্রী নুরুজ্জামানের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী মোছা. হোসনে আরা ও ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার এক ব্রিফিংয়ে দুদক জানায়, আলাদা তিন মামলায় তাদের বিরুদ্ধে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৩৪ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। দুদক জানিয়েছে, নুরুজ্জামানের বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৬২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ রয়েছে। এছাড়া স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে রকিবুজ্জামানের বিরুদ্ধে তিন কোটি টাকার বেশি অবৈধ সম্পদ এবং ৭২ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। news24bd.tv/FA
নিজের মৃত্যুর সংবাদ শুনে যা বললেন সাবেক বিচারপতি মানিক
নিজস্ব প্রতিবেদক
কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়ে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক কারাগারে মারা গেছেন। যদিও পরে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করে, এটি ছিল সম্পূর্ণ গুজব। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সাবেক বিচারপতি মানিককে। সকাল সাড়ে ৯টার দিকে মানিককে আদালতে হাজির করা হয় এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে আদালত বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে সকাল ১০টা ১৫ মিনিটে তাকে আদালত থেকে বের করা হলে সাংবাদিকরা মানিকের কাছে ছড়িয়ে পড়া তার মৃত্যুর খবরের প্রতিক্রিয়া জানতে চান। জবাবে সাবেক বিচারপতি মানিক বলেন, হ্যাঁ, শুনেছি। এর বেশি কিছু অবশ্য তার কাছ থেকে জানা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর