হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক এ তথ্য জানান। রেজাউল মল্লিক বলেন, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলা রয়েছে। হবিগঞ্জের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আব্দুল মজিদ খান ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।...
‘ফ্যাসিবাদ আমলের’ এমপি ফার্মগেট থেকে গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
![‘ফ্যাসিবাদ আমলের’ এমপি ফার্মগেট থেকে গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739210705-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ ১৩ ফেব্রুয়ারি
অনলাইন ডেস্ক
![জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ ১৩ ফেব্রুয়ারি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739208255-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
জাতিসংঘ মানবাধিকার দপ্তর ওএইচসিএইচআর তথ্য অনুসন্ধান প্রতিবেদন: বাংলাদেশে জুলাই ও আগস্ট ২০২৪ সালের প্রতিবাদ-বিক্ষোভ সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক প্রতিবেদন ১৩ ফেব্রুয়ারি জেনেভায় প্রকাশ করবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) পাওয়া এক গণমাধ্যম পরামর্শ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় সময় ১৩ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটে জেনেভার পালাইস দে নাসিওনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদনটি উন্মোচন করা হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন। সংবাদ সম্মেলনে এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান ররি মাংগোভেন, মানবাধিকার কর্মকর্তা জ্যোৎস্না পোদিয়াল এবং প্রধান মুখপাত্র রবিনা শামদাসানি আলোচনায় অংশ নেবেন। জাতিসংঘের ওয়েব টিভিতে সংবাদ সম্মেলনটি লাইভ সম্প্রচার করা হবে, যা শুধু মাত্র ইচ্ছুকদের জন্য...
বিরোধ মীমাংসার আহ্বান প্রধান উপদেষ্টার
অনলাইন ডেস্ক
![বিরোধ মীমাংসার আহ্বান প্রধান উপদেষ্টার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739207903-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
১৫ বছরের স্বৈরাচারী শাসন ও হত্যাযজ্ঞের অবসান ঘটানো জুলাই গণঅভ্যুত্থানের পর বিরোধ মীমাংসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে এক বৈঠকে সোমবার (১০ ফেব্রুয়ারি) এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে সংঘাত কাটিয়ে ওঠার সক্ষমতার ওপর। আমাদের সবাইকে একসঙ্গে এ থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করতে হবে। তিনি ঘোষণা করেন যে অন্তর্বর্তী সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা প্রদান শুরু করবে। তিনি জুলাই বিপ্লবের ২১ শহীদের পরিবার এবং সাতজন আহত ব্যক্তির হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। প্রধান উপদেষ্টা পরিবারগুলোর পাশাপাশি বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করে বলেন, সব হত্যাকাণ্ড ও গুমের তদন্ত করা হবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে। তিনি একইসঙ্গে...
জুলাই অভ্যুত্থানে আহত আরও ৬ জন থাইল্যান্ড গেলেন
অনলাইন ডেস্ক
![জুলাই অভ্যুত্থানে আহত আরও ৬ জন থাইল্যান্ড গেলেন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739207643-37e66275161278b2067054e9d13d852d.jpg?w=1920&q=100)
জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত আরও ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। তারা আন্দোলনে পায়ে ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে তাদেরকে ব্যাংককে পাঠানো হয়। আহতরা হলেন- জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন দুলাল হোসেন, মোস্তফা কামাল নূর, শহিদুল ইসলাম, হেদায়েতুল্লাহ, মোহাম্মদ রায়হান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন মোহাম্মদ রায়হানুল। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ও স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মো. মোস্তাফিজুর রহমান।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর