কক্সবাজারের টেকনাফে নাফ নদের মোহনা থেকে মাছ ধরার সময় ট্রলারসহ চার জেলেকে তুলে নিয়ে গেছে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপের অদূরে নাফ নদের মোহনা থেকে তাদের ধরা হয়। পরবর্তীকালে জেলেদের রাখাইনের নাইক্ষ্যংদিয়া আরাকান আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী জেলেরা হলেন- উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলারের মালিক ও মাঝি মোহাম্মদ হাসান (৩২), মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ হাসান (১৮), সলিম উল্লাহর ছেলে মোহাম্মদ জাবেদ (১৭) এবং কবির আহমদের ছেলে আব্দুর রহিম (২২)। আরও পড়ুন ভিখারিনীর ছেঁড়া বালিশের তলায় লাখ লাখ টাকা! ১১ ফেব্রুয়ারি, ২০২৫ শাহপরীর দ্বীপে দক্ষিণ পাড়া নৌ ঘাটের সভাপতি...
নাফ নদ থেকে চার জেলেকে তুলে নিয়ে গেল ‘আরাকান আর্মি’
অনলাইন ডেস্ক
![নাফ নদ থেকে চার জেলেকে তুলে নিয়ে গেল ‘আরাকান আর্মি’](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739276021-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
বরগুনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের
![বরগুনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739275939-8688c8abad8de116bf93af6aca985fbb.jpg?w=1920&q=100)
বরগুনার আমতলীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল ও মাহেন্দ্র উল্টে (থ্রি-হুইলার) শিশুসহ ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আমতলীতে ঢাকা-কুয়াকাটা সড়কে সাহেব বাজার নামক এলাকার রহমানিয়া ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান। নিহতরা হলেন- মাহেন্দ্র গাড়ির যাত্রী আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা নামক এলাকার বাসিন্দা হিমু আকনের ছেলে আবিদ (৭), মোটরসাইকেল চালক গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানির ডালা চাড়া নামক এলাকার শহিদুল ইসলাম (৬০) ও আমতলী সদর ইউনিয়নের বাইন বুনিয়া নামক এলাকার আতাহার গাজী (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিক পরিবহনের একটি বাস ঢাকা থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। বাসটি আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের সাহেব বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক...
সরকারি কোয়ার্টার থেকে এসআইয়ের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
![সরকারি কোয়ার্টার থেকে এসআইয়ের মরদেহ উদ্ধার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739274666-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
রাজশাহীতে সরকারি বাসা থেকে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা থানায়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, নগরীর রাজপাড়া থানার হেলেনাবাদ সরকারি কোয়ার্টার থেকে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতরাত সাড়ে ৩টার দিকে ওই কোয়ার্টারে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। news24bd.tv/আইএএম
‘১৭ বছরে সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১৩৫ জনকে হত্যা’
মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা
![‘১৭ বছরে সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১৩৫ জনকে হত্যা’](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739273408-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
নবগঠিত সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ বলেছেন, জনগণের নাগরিক ও ভোটের অধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ১৭ বছর ধরে বিএনপি আন্দোলন করে আসছে। এটা কিন্তু ৫ আগস্টের আন্দোলন না। আর এই আন্দোলন করতে গিয়ে ২০১৩ সাল থেকে সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১৩৫ জনকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখন সাতক্ষীরা জেলা বিএনপিকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। এর জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। তাহলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সফলতা পাওয়া যাবে। জেলা বিএনপির আহ্বায়ক বলেন, কোনো দলীয় কোন্দল নয়। ভুল বোঝাবুঝি নিরসন করে জেলা বিএনপিকে নতুন করে সাজানো হবে। ওয়ার্ড থেকে শুরু...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর