চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) দুটি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সকালে জেএমএস ও মেরিনকো কারখানার শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেএমএস কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন। সমঝোতার পর শনিবার সকালে কারখানাটি পুনরায় চালু হয়। এদিকে, সকালেই মেরিনকোর শ্রমিকরা দাবি আদায়ে আন্দোলন শুরু করে কারখানা থেকে বেরিয়ে আসেন। এ সময় তাদের ছোড়া ঢিলে জেএমএস কারখানার জানালার কাঁচ ভাঙলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর দুই কারখানার শ্রমিকরা পাল্টাপাল্টি ধাওয়া ও পাথর নিক্ষেপে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ...
চট্টগ্রামে সিইপিজেড এলাকায় শ্রমিকদের সংঘর্ষ, আহত ১২
অনলাইন ডেস্ক
আসামি ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ
অনলাইন ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের যথাযথ বিচারের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল প্লাজার উভয় প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে ৩০ মিনিট পর অবরোধ তুলে নেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। জানা যায়, শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে একটি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। গ্রেপ্তারের পর...
শুধু নামেই স্বাস্থ্যকেন্দ্র, বাস্তবে গোয়াল ঘর
ঠাকুরগাঁও প্রতিনিধি
নিয়োগ নেই বেশিরভাগ উপ-স্বাস্থ্য কেন্দ্রে। যেখানে আছেন সেখানেও যান না চিকিৎসকরা। কাগজে-কলমে বছরের পর বছর পদায়ন থাকলেও চেনেন না ওই এলাকার মানুষ। এভাবেই চলছে মহেশপুরের উপজেলার মান্দারবাড়িয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রটি। যে কারণে সেবা পাচ্ছে না প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষ। গ্রাম থেকে সেবা নিতে ছুটতে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জানা যায়, চিকিৎসকসহ জনবল পদায়ন না হওয়ায় দেড়যুগের বেশি সময় আগে বন্ধ হয়ে গেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রটি। খুলে পড়ছে ইট ও প্লাস্টার। চুরি হয়ে গেছে জানালা-দরজা। পরিণত হয়েছে জঙ্গল আর গোয়ালে। অথচ সরকারি খাতায় এখনও চালু এই উপ-স্বাস্থ্য কেন্দ্রটি। মান্দারবাড়িয়া উপ-স্বাস্থ্য কেন্দ্র এলাকার বাসিন্দা ইয়াসিন আলী জানান, আগে এখান থেকে ওষুধ পাওয়া যেত, ডাক্তারও থাকতো। কিন্তু এখন ডাক্তারও থাকে...
ঠাকুরগাঁওয়ে মধ্যযুগীয় কায়দায় সিঁধ কেটে চুরি
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে মধ্যযুগীয় কায়দায় সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে উপজেলার ৮নং ভেলাজান মাহজনপাড়া এলাকার শহিদুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে। পরিবারের স্বজনদের অভিযোগ, মধ্যরাতে বাসার মাটির ঘরে সিঁধ কেটে মধ্যযুগীয় কায়দায় মাটির ঘর কেটে চোরেরা ভিতরে ঢুকে টাকা পয়সা কাগজপত্র সব লুট কিরে নিয়ে যায়। চুরির বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ শহিদুর রহমান বলেন, বিষয়টি নিয়ে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর