শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকার নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ ও প্রস্তাবনা জমা দেওয়া হবে। এ লক্ষ্যে জোরেশোরে কাজ চলছে। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিআইএলএস) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় জানানো হয়, কমিশন গঠনের পর থেকে এ পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৪০টি মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় দুই শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের সব শ্রমিকের মৌলিক অধিকার সুরক্ষা এবং শ্রমজীবী মানুষের সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কমিশন কাজ করছে। মধ্য ফেব্রুয়ারির মধ্যে সুপারিশমালা...
১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাবনা জমা দিবে শ্রম সংস্কার কমিশন
অনলাইন ডেস্ক
গার্মেন্টস শিল্প নিয়ে পাশের দেশ ষড়যন্ত্র করছে: শ্রম উপদেষ্টা
অনলাইন ডেস্ক
গার্মেন্টস শিল্প নিয়ে পাশের একটি দেশ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসাইন। শনিবার (১১ জানুয়ারি) বিকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গার্মেন্টস খাতের পণ্য উৎপাদনে সাপোর্ট দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, গার্মেন্টস শিল্প নিয়ে পার্শ্ববর্তী একটি দেশ অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে। তবে দেশের ক্ষতি করে অন্যের মেহমানদারি করা হবে না। এম সাখাওয়াত বলেন, বিগত সময়ে দুর্নীতির জন্য ব্যাংকিং খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। news24bd.tv/MR
২৭ হাজার টন চাল নিয়ে ভারত থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ
নিজস্ব প্রতিবেদক
ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চাল নিয়ে ছেড়ে আসা একটি জাহাজ শনিবার (১১ জানুয়ারি) রাত সোয়া ৭টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ শনিবার খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চালের একটি চালান এসেছে। চালবাহী জাহাজটি শনিবার রাত সোয়া ৭টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান। জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। news24bd.tv/তৌহিদ
ঢাকাকে সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: উপদেষ্টা নাহিদ
নিজস্ব প্রতিবেদক
ঢাকাকে বহু সাংস্কৃতিক ও ভাষা চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। এমন কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। শনিবার সন্ধ্যায় ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগান নিয়ে চলবে উৎসবের এবারের আসর। যেখানে ৯টি বিভাগে দেখানো হবে ৭৫টি দেশের ২২০টি সিনেমা। জলের গানের মনোমুগ্ধকর উপস্থাপনার মাধ্যমে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্ভোধনী আয়োজন। দেশের সবচেয়ে সব এই চলচ্চিত্র উৎসবের এবারের শ্লোগান নান্দনিক চলচ্চিত্র,মননশীল দর্শক,আলোকিত সমাজ। ৭৫টি দেশের ২২০টি সিনেমা নিয়ে আয়োজিত এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বলেন, বাংলাদেশের সিনেমাকে বিশ্ববাজারে তুলে ধরতে কাজ করছে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর