হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সৌদি আরব থেকে আসা হাবিবুর রহমান নামের এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ মোট ৩,২৮৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৯৬ লাখ টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. মাসুদ করিম এ তথ্য নিশ্চিত করেছেন। কাস্টমস গোয়েন্দা জানায়, সকাল আনুমানিক সাড়ে ১১টায় ইমিগ্রেশন এলাকায় সৌদি এয়ারলাইন্সে আসা যাত্রী হাবিবুর রহমানকে প্রথমে শনাক্ত করা হয়। পরে তার গতিবিধি নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে তিনি ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগ সংগ্রহ করে কাস্টমস গ্রীন চ্যানেল অতিক্রমের সময় তার দেহ ও ব্যাগ স্ক্যানিং ও তল্লাশি করা হয়। এ সময় তার...
শাহজালাল বিমানবন্দরে ৪ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক
অনলাইন ডেস্ক
পাতাল মেট্রোরেল চালুর বিষয়ে এলো সুখবর
অনলাইন ডেস্ক
রাজধানীর তীব্র যানজট কমানোর লক্ষ্যে নির্মাণ হচ্ছে পাতাল মেট্রোরেল। আশার কথা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর এবং নতুন বাজার থেকে পূর্বাচলের পিতলগঞ্জ ডিপো পর্যন্ত পাতাল রেলের নির্মাণ কাজ পুরোদমে চলছে। কর্মকর্তারা আশা করছেন, ২০২৮ সালে এই সেবা চালু করা সম্ভব হবে। খবর বাসসের। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম আবদুর রউফ বলেন, প্রস্তাবিত রুটের দুটি অংশের মধ্যে নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত বর্ধিত বা সম্পূরক একটি অংশ রয়েছে। বর্তমানে কুড়িল-নর্দা থেকে কমলাপুর পর্যন্ত ইউটিলিটি পরিষেবাগুলো স্থানান্তরের কাজ চলছে। দুটি রুটের দৈর্ঘ্য হবে ৩১ দশমিক ২৪১ কিলোমিটার। তিনি আরও বলেন, আমরা স্টেকহোল্ডারদের বিশেষ করে রুটের আশেপাশের বাসিন্দাদের পরামর্শ গ্রহণ করে তাদের অসুবিধাগুলো কমিয়ে আনার...
শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ৬ দাবি নিয়ে অবস্থান
নিজস্ব প্রতিবেদক
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন। সংগঠনটির সভাপতি ফয়জুল আলম বলেন, পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরপরাধ জেলবন্দিদের মুক্তি দিতে হবে। অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সরকারি সব ধরনের ক্ষতিপূরণসহ ৬ দফা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সেজন্য ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা লাগাতার শহীদ মিনারে অবস্থান করবো। এর মধ্যে সুখবর না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণাে হুঁশিয়ারিও দেন তিনি। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ৬ দফা দাবিগুলো হলো ১. পিলখানার ভেতরে ও বাইরে ১৮টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যেসব বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। একইসঙ্গে তাদের ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা...
শ্যামপুরে জুতার কারখানায় আগুন
অনলাইন ডেস্ক
রাজধানীর শ্যামপুরে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে শ্যামপুরে একটি পুরাতন স্যান্ডেল রিসাইক্লিং কারখানায় আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি জানান, ভোর ৫টা ৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, এরপর আরও ৬টি ইউনিট যুক্ত হয়। টানা দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডে কারখানার সব কাঁচামাল পুড়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর