ইউএস ডিস্ট্রিক্ট জাজ আইলেন ক্যাননের কাছে শনিবার (১১ জানুয়ারি) প্রেরিত আদালতের নথিতে দেখা গেছে, শুক্রবার বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন স্মিথ। এছাড়া তার চূড়ান্ত প্রতিবেদনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চক্রান্ত ও রাষ্ট্রীয় গোপন নথি অপব্যবহারের অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আদলতের নথির একটি পাদটীকাতে স্মিথের পদত্যাগের বিষয়ে জানা যায়। সেখানে বলা হয়েছে, নিজের কাজ সম্পন্ন করে ৭ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে ১০ জানুয়ারি বিচার বিভাগের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছেন তিনি। আগে যুদ্ধাপরাধের মামলা লড়তেন স্মিথ। ক্ষমতা ছাড়ার পর ট্রাম্পের বিরুদ্ধে দায়েরকৃত চারটি ফৌজদারি মামলার...
পদত্যাগ করলেন ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা লড়া স্মিথ
অনলাইন ডেস্ক
গাজায় ৪ ইসরায়েলি সেনা নিহত
অনলাইন ডেস্ক
এবার ফিলিস্তিনের উত্তর গাজায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ সেনা। স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই তথ্য জানায়। জানা গেছে, মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলি ওই চার সেনা নিহত হন। এক প্রতিবেদনে জানানো হয়, প্রাথমিক তদন্তে আইডিএফ জানিয়েছে, উত্তর গাজার বেইত হানুনে টহল সেনাদের ওপর বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়। হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা এখন ৪০২-এ পৌঁছেছে। এদিকে নিহত চার সেনার পরিচয় ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। তারা হলেন- সার্জেন্ট মেজর (রিজার্ভ) আলেকজান্ডার ফেডোরেঙ্কো (৩৭), স্টাফ সার্জেন্ট দানিলা দিয়াকভ (২১), সার্জেন্ট ইয়াহাভ মায়ান (১৯), এবং সার্জেন্ট এলিয়াভ আস্তুকার (১৯)। আহত ছয়জনের মধ্যে দুজনের...
ভারতে ৪ বাংলাদেশি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ৪ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে। ওই প্রতিবেদন থেকে জানা গেছে, বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে এই ৪ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার ত্রিপুরা পুলিশ রাজ্যের খোওয়াই জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ্যের তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনের কাছ থেকে চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বাংলাদেশিদের ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে ভারতীয় এক দালালকেও গ্রেপ্তার করা হয়েছে। খোওয়াই জেলা পুলিশের উপ-পরিদর্শক কমলেন্দু ধর পিটিআইকে জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের...
আসামের কয়লাখনি থেকে ৪ মরদেহ উদ্ধার, আটকে ৫
অনলাইন ডেস্ক
ভারতের আসাম রাজ্যের ডিমা হাসাও জেলার পরিত্যক্ত কয়লাখনি থেকে শনিবার আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে, যার ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার। খনির ভেতরে এখনও আটকা পড়ে আছেন পাঁচজন শ্রমিক। মৃতদের মধ্যে একজনের নাম লিগেন মগর, ২৭ বছর বয়সী এই তরুণ ডিমা হাসাও জেলার কালামাটি এলাকার বাসিন্দা ছিলেন। অন্য দুই মৃতের নাম পরিচয় এখনো জানা যায়নি। গত সোমবার, উমরাংসোয় এলাকায় কয়লার খোঁজে খনিতে নামেন শ্রমিকরা, তাদের মধ্যে এক জন জলপাইগুড়ির বাসিন্দাও ছিলেন। কিন্তু হঠাৎ করে খনিতে পানি প্রবাহিত হয়ে ৯ জন শ্রমিক আটকা পড়ে। তাদের মধ্যে বুধবার একজনের মরদেহ উদ্ধার করা হয়, যার নাম গঙ্গাবাহাদুর শ্রেষ্ঠা, যিনি নেপাল থেকে কাজ করতে এসেছিলেন। এদিকে, উদ্ধারকাজের ষষ্ঠ দিন চলছে, তবে এখনও কয়লাখনির ভেতরে আটকে থাকা শ্রমিকদের পরিস্থিতি সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর