রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা মামলায় তিন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)। আসামিরা বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী। আরও পড়ুন শেখ হাসিনা-রেহানা-জয় ও পুতুলসহ ১০ জনের এনআইডি লক ২১ এপ্রিল, ২০২৫ এদিন তাদের আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট...
প্রাইমএশিয়ার শিক্ষার্থী হত্যা: ৩ আসামি ৭ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক

‘তোমরা কিছু বলো না, শুধু আমাকে দিয়ে বলাতে চাও’
নিজস্ব প্রতিবেদক

ফের নির্বাচন করার কথা জানিয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শাজাহান খান। আজ সোমবার (২১ এপ্রিল) জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহবাগে জুট ব্যবসায়ী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এদিন আদালতে তোলার আগে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে আগামী নির্বাচন করবেন কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেছেন, নির্বাচন অবশ্যই করবো। নির্বাচন কেন করবো না। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর হাজতখানা নেওয়ার পথে শাজাহান খান সাংবাদিকদের বলেন, তোমরা কিছু বলো না। শুধু আমাকে দিয়ে বলাতে চাও। এর আগে, রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেন শাজাহান খান। এ...
চানখারপুলে জুলাই গণহত্যার তদন্ত শেষ, পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল
নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্টে রাজধানীর চানখারপুলে সংগঠিত গণহত্যার ঘটনার তদন্ত শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যায় এটিই প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। সোমবার (২১ এপ্রিল ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকের বিষয়টি জানান। চিফ প্রসিকিউটর বলেন, ছয়টা ডেথ সার্টিফিকেট ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আরও অন্যান্য বস্তু... অর্থাৎ, মামলা সাক্ষ্যপ্রমাণের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আইনশৃঙ্খলা বাহিনী জব্দ করেছে। মোটা দাগে আজকে জাতির কাছে ম্যাসেজ হচ্ছে- ট্রাইব্যুনালের পুনর্গঠিত পর্যায়ের তদন্ত সংস্থা প্রথমবার প্রথম কোনো মামলার হিসেবে চানখারপুলের (জুলাই গণহত্যা) ছয়জন বিপ্লবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তদন্ত, সেটি সম্পন্ন করেছেন। মোহাম্মদ তাজুল...
জামায়াত নেতা এটিএম আজহারুলের আপিল শুনানি মঙ্গলবার
অনলাইন ডেস্ক

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের আপিল আপিল শুনানি হবে মঙ্গলবার। আজ সোমবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্টের বিচারপতি জুবায়ের রহমানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আবেদনটি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির। গত ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এ টি এম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি দেন। একাত্তরে রংপুর অঞ্চলে গণহত্যা-হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল জামায়াতে ইসলামীর তৎকালীন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর