নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় দুই কিশোর নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে আদমজী-শিমরাইল সড়কের আদমজী ইপিজেডের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- ভোলার চরফ্যাশন থানাধীন উত্তর মনিরাজ গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে শুভ (২২) এবং শেরপুরের ঝিনাইগাতী থানাধীন ফুলহারি বাকাগোড়া গ্রামের মৃত পারভেজের ছেলে ইমন (২১)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুভ, ইমন ও রবিন নামে তিন কিশোর মোটরসাইকেলযোগে আদমজী ইপিজেডের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত (থ্রি-হুইলার) অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করলে অপর দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে শুভ ও ইমন ঘটনাস্থলেই নিহত হন, তবে রবিন ভাগ্যক্রমে বেঁচে যান। এ ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আন্দালিব রহমান মিরাজ তাদের মৃত্যুতে শোক প্রকাশ...
ট্রাকচাপায় প্রাণ গেলো দুই কিশোরের
অনলাইন ডেস্ক
ভারত পালানোর সময় ইডেনের নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
ভারতে পালানোর চেষ্টাকালে ইডেন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে এবং তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিত পান্ডে গ্রেপ্তার হয়েছেন। বেনাপোল ইমিগ্রেশন থেকে তারা গ্রেপ্তার হন। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন থানার ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূঁইয়া। তিনি জানান গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ৫ আগস্টের পরবর্তী একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর আগে ১৫ ডিসেম্বর ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা এবং ১৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।...
বগুড়ায় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
বগুড়া প্রতিনিধি
জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে বগুড়ায় লিফলেট বিতরণ করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বগুড়া শহরের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক সাকিব মাহদী। তিনি বলেন, আমরা অধিকার ইনসাফ ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র চাই। এর জন্যই আমাদের পুর্বপুরুষেরা রক্ত দিয়েছে। তারই ধারাবাহিকতায় ২৪-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হয়েছে তার দালিলিক ভিত্তি হবে এই ঘোষণা পত্র। তিনি অন্তর্বতীকালীন সরকারকে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার দাবি জানান। এছাড়া কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবির পক্ষে জনমত গঠনের জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির বগুড়া...
ফরিদপুরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে প্রশিক্ষণ
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায়-অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্পটির পরিচালক খায়রুজ্জামান। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সিনিয়র সহকারী পরিচালক হারুনার রশীদ, উপ প্রকল্প পরিচালক মো. খায়রুল ইসলাম, বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, চতুল ইউনিয়ন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর