মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, যিনি প্রেমিকার চিঠি আর ছবি বুক পকেটে রেখে কাঁটিয়ে দিলেন সাড়া জীবন। অবশেষে ৮৬ বছর বয়সে পরলোকগমন করলেন বীর মুক্তিযোদ্ধা তানেসউদ্দিন আহমেদ। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত এই মুক্তিযোদ্ধা গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বীর মুক্তিযোদ্ধা তানেস উদ্দিনকে ও তার প্রেমের গল্প নিয়ে একাধিক জাতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করেছেন।যার জন্য আজীবন চিরকুমার তিনি। ফুফাতো বোন জোহরার সঙ্গে প্রেম ছিলো তানেসের। প্রেমের টানে জোহরার সঙ্গে দেখা করার জন্য প্রায়ই সন্ধ্যায় তানেসকে মেঘনা নদী পার হতে হতো নৌকায় করে। দেখা করে আবার নৌকায়ই ফিরতেন তিনি। একদিন তাদের সন্ধ্যায় দেখা হওয়ার কথা। আগে থেকেই জোহরাকে খবর দেওয়া হয়েছিলো। সন্ধ্যায় মেঘনা নদীর ওপারে জোহরা...
প্রেমিকার স্মৃতি আঁকড়ে ধরে চলেই গেলেন বীর মুক্তিযোদ্ধা তানেস
মুন্সিগঞ্জ প্রতিনিধি
কবি নজরুলের নাতির চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড
অনলাইন ডেস্ক
গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর (৫৯) চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। এদিন সকাল পৌনে ৭টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এর আগে ভোর ৫টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সকালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।...
অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কার করা হবে: স্বাস্থ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কার করা হবে। এসময় তিনি বলেন, জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এ কথা জানান তিনি। তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও তিনি এর পাশাপাশি জানান, জনগণ যদি মনে করে সংস্কার প্রয়োজন নেই তাহলে যেকোনো সময় অন্তর্বর্তী সরকার চলে যাবে বলেও উল্লেখ করেন। সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি। স্বাস্থ্য উপদেষ্টা এদিন সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করার সময় ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন চিকিৎসা ব্যবস্থা। এসময়...
গ্রেপ্তার মাসুদ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ, রিমান্ড চাইবে দুদক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শনিবার দুপুর সাড়ে বারোটা থেকে এক ঘণ্টা দুদক কার্যালয়ে চলে এই জিজ্ঞাসাবাদ। এর আগে, শুক্রবার দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গত ২ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় তাকে দুদক কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের দুদকের বিশেষ তদন্ত বিভাগের মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী বলেন, আদালতে হাজির করে ৫-১০ দিনের রিমান্ড চাওয়া হবে। দুদকের মামলায় যারা অভিযুক্ত সকলকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। মামলায় উল্লেখ করা হয়, মাসুদ বিশ্বাস তার নিজ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর