রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচ দফা দাবিতে সমাবেশ করেছেন চিকিৎসকরা। বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার পর এ সমাবেশ শুরু হয়। আন্দোলনকারীরা জানান, আন্দোলনের অংশ হিসেবে আজ সারা দেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। একইসাথে সরকারি–বেসরকারি সব হাসপাতালে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে। তবে মানবিক বিবেচনায় জরুরি সেবা চলমান থাকবে। সেইসঙ্গে বৈকালিক চেম্বারও বন্ধ থাকবে। এ সমাবেশে ঢাকা ও ঢাকার বাইরের চিকিৎসকেরা মহাসমাবেশে যোগ দিয়েছেন। তবে এর মধ্যে প্রথম দাবির ইস্যুতে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ের ফলে এমবিবিএস, বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসকরা নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। news24bd.tv/FA
শহীদ মিনারে পাঁচ দফা দাবিতে চিকিৎসকদের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক

তাপমাত্রা বৃদ্ধি নিয়ে নতুন সংবাদ, বজ্রবৃষ্টিরও আভাস
নিজস্ব প্রতিবেদক

আগামী ২৪ ঘণ্টায় দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়তে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া তথ্য অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আরও পড়ুন হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যার ঘটনায় নতুন মোড় ১২ মার্চ, ২০২৫ পরবর্তী ২৪ ঘণ্টায়, অর্থাৎ বৃহস্পতিবার (১৩ মার্চ), রংপুর, ময়মনসিংহ ও...
দুইবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’, মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি
অনলাইন ডেস্ক

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার আট বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) শিশুটির চিকিৎসায় যুক্ত এক চিকিৎসক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তার দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। বর্তমানে শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রয়েছে। সিএমএইচের চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা শিশুটির চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। শিশুটির চিকিৎসায় সিএমএইচের প্রধান সার্জনকে প্রধান করে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে বোর্ড গঠন করা হয়েছে। ওই শিশুর চিকিৎসায় সিএমএইচের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, তার অবস্থা আরো জটিল হয়েছে। আজ সকাল আটটার দিকে প্রথমবার তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। চিকিৎসায় তার হৃৎস্পন্দন ফিরে আসে।...
এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার লেখা যাবে না: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের এমন বিধান প্রশ্নে জারি করা রুলের ওপর এ রায় ঘোষণা করেন হাইকোর্ট। আজ বুধবার (১২ মার্চ) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। রায়ে হাইকোর্ট বলেছেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে আগামীকাল থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর