সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত খুবই যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, আশপাশের দেশের চেয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুবই কম বেতন পান। অমানবিক বেতন দেওয়া হয় তাদের। তাদের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, এটা খুবই যৌক্তিক। রোববার (১৯ জানুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ কৃষি সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে। বলেছে, বছরের পর বছর উৎপাদন বেড়েছে। কিন্তু ঘটনা উল্টো। যার ফলেই অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আলুর উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে। যদিও বিগত সরকার আলুর বাম্পার দেখিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।...
সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে মুখ খুললেন প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে প্রতারণা
অনলাইন ডেস্ক
কখনো প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, কখনো সাংবাদিক, আবার কখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি--এসব পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে কামাল খান ওরফে শাহ কামাল খান (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ডেমরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডেমরা থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহ ট্রাফিক ডেমরা অঞ্চলে কর্মরত। তিনি গত ১৬ জানুয়ারি ডেমরা থানার রানীমহল এলাকায় সরকারি দায়িত্ব পালন করছিলেন। তখন কামাল তাঁর মুঠোফোন নম্বরে ফোন করে নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাঁর বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেল, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার...
পিডিবিকে বকেয়া পরিশোধে সময় বেঁধে দিল আদানি গ্রুপ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশকে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে নতুন করে সময় বেঁধে দিয়েছে ভারতীয় ব্যাবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপ। আগামী জুনের মধ্যে বকেয়া পরিশোধের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) চিঠি দিয়েছে তারা। রোববার (১৯ জানুয়ারি) পিডিবিকে পাঠানো চিঠিতে আদানি বলেছে, পিডিবির কাছে তাদের পাওনা ৮৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। ৬ জানুয়ারি পর্যন্ত সময়ে পিডিবিকে সরবরাহ করা বিদ্যুতের বিল হিসেবে এ বকেয়া জমেছে পিডিবির কাছে। জুনের মধ্যে বিল পরিশোধ করা না হলে চুক্তি অনুসারে বিলম্ব ফি হিসেবে পরিশোধ করতে হবে পিডিবির। তবে পিডিবি জানিয়েছে, বিলে কয়লার দাম নিয়ে বিরোধ আছে। চুক্তিতে উল্লেখিত সূত্র অনুসারে কয়লার দাম হিসাব করছে আদানি। আর কয়লার প্রকৃত দাম ধরে বিল হিসাব করছে পিডিবি। তাদের হিসাবে আদানির পাওনা ৭০ কোটি ডলারের মতো। পুরনো বকেয়া জমলেও এখন নিয়মিত বিল পরিশোধ করা হচ্ছে। পিডিবি...
সোমবার চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
সোমবার চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বেইজিং থেকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে আগামীকাল চীন যাবেন তিনি। তার আগের দিন চীন, রাশিয়া ও মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে তিনি বৈঠকও করেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে, দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর আশ্বাস দেন তারা। এসময় অর্থনীতি, বাণিজ্যসহ নানা ইস্যুতে নিজ নিজ অবস্থান তুলে ধরেন। চীনের বেইজিংয়ে মঙ্গলবার বসবে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক। আলোচনায় গুরুত্ব পাবে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ। সফরের আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। এর মধ্যে দিয়ে ঢাকা-বেইজিং...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর