বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে হামলার শিকার হন। হামলার পর রক্তাক্ত সাইফকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। এরই মধ্যে ধরা পড়েছে সাইফ আলি খানকে হামলাকারী মো. শরিফুল ইসলাম শেহজাদ। সকালের নাস্তা করতে পরোটা কিনে ডিজিটাল পেমেন্ট করেই ধারা পড়ে অভিযুক্ত। মোবাইল ফোন ট্র্যাক করে রোববার তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) সকালে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে পুলিশ জানিয়েছে, গুগল পের মাধ্যমে একটি পরোটা কেনার জন্য অর্থ প্রদান করে শেহজাদ। সেই সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। শেহজাদ যে হোটেল থেকে পরোটা কিনেছেন সেখানেই একসময় কাজ করতেন তিনি। তার কঠোর পরিশ্রমের জন্য তিনি সেখানে প্রশংসাও পেয়েছিলেন। পাণ্ডে নামের এক ব্যক্তি...
যেভাবে ধরা পড়েন সাইফের ওপর হামলাকারী
অনলাইন ডেস্ক
বয়স ৪০ পার করলে সুগার মাম্মি হতে চাই : সুবাহ
অনলাইন ডেস্ক
অভিনেত্রী হুমায়রা সুবাহ, কার না চেনা। যার একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের কারণে আলোচনার ঝড় উঠেছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন। আমি বয়স ৪০ পার করলে সুগার মাম্মি হতে চাই। বর্তমানে অভিনয়ের পাশাপাশি গান নিয়েও ব্যস্ত তিনি। সদ্যই মুক্তি পেয়েছে তার নতুন গান আমি তোমায় দিলাম। গানটির প্রেসমিটে গানের পাশাপাশি ব্যক্তিগত বিষয়েও কথা বলেন সুবাহ। সাহসী বক্তব্যের মাধ্যমে সুবাহ আরও একবার প্রমাণ করলেন, যে তিনি নিজের জীবন নিয়ে বরাবরই সৎ এবং অকপট। সুবাহ বলেন, আমি বয়স ৪০ পার করলে সুগার মাম্মি হতে চাই। সেক্ষেত্রে যারা সুগার মাম্মির ছেলে হতে চায় তারা চল্লিশের পরে বুক দিতে পারেন বলেও ঠাট্টা করেন সুবাহ। সুবাহর এই খোলামেলা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা যেমন বিষয়টি মজা হিসেবে নিয়েছেন, তেমনি...
বিবাহবার্ষিকীতে বিয়ের খবর জানালেন তমালিকা
নিজস্ব প্রতিবেদক
একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন এই অভিনেত্রী। এরই মধ্যে জানা যায়, তমালিকা যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন। তবে কোনো সূত্রে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। কিন্তু আজ বিবাহবার্ষিকীর দিনে তমালিকা নিজেই প্রকাশ করলেন তার বিয়ের কথা। তবে কবে, কখন, কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত করেননি। সোমবার (২০ জানুয়ারি) তমালিকা ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। তমালিকা একটি ছবি পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, শুভ বিবাহবার্ষিকী প্রভীন। তমালিকার পোস্ট করা সেই স্থিরচিত্রে বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন। জানা গেছে, তমালিকা ও প্রভীনের বিয়ে অনেক দিন আগে হয়েছে। তমালিকার খুব কাছের মানুষেরা বিয়ের খবরটি জানতেন। তবে দুজনের কেউই...
শাবনূরের জন্যই গানে ফেরা ঝুমুরের
অনলাইন ডেস্ক
শাবনূরের আপন ছোট বোন কাজী জাসিকা জারিন ঝুমুর। ঝুমুর একজন সংগীতশিল্পী এ কথা সবারই জানা। কিন্তু ২০০১ সালে ঝুমুর উচ্চশিক্ষার জন্য উড়াল দেন অস্ট্রেলিয়ার সিডনিতে। এরপর পড়াশোনা আর চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ফলে সংগীত জগৎ থেকে বিছিন্ন হয়ে পড়েন। কিন্তু গত বছরের শেষ দিকে আবারও তাঁর কণ্ঠে একটি কাভার গান প্রকাশিত হয়েছে। মাসখানেকের ব্যবধানে এবার নতুন একটি গান প্রকাশিত হলো। সুখ তুমি নিয়ো, দুখ আমায় দিয়ো গানটির ভিডিও বানিয়েছেন বড় বোন শাবনূর। ঝুমুরের জন্মদিন উপলক্ষে গানটি আজ (২০ জানুয়ারি) ঝুমুর মেলোডি ইউটিউবে প্রকাশিত হয়েছে। ঝুমুর জানান, ২০০৫ সালের দিকে গানটির ভিডিও বানানো হয়। তখন ভিডিওটি পরিচালনা করেন শাবনূর। মূলত শাবনূরের উৎসাহেই এই গানের ভিডিও বানানো হয়। আবারও শাবনূরের উৎসাহে গানে ফিরে আসা ঝুমুরের। বোন শাবনূরের চেয়ে বড় অনুপ্রেরণাদায়ী শ্রোতা দুনিয়াতে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর