সবাই ভেবেছিল ফুরিয়ে গেছেন তিনি। যদিও লম্বা বিরতি শেষে ২০২৩ সালে গাদার-এর সিকুয়েল গাদার ২ নিয়ে হাজির হন সানি দেওল। সে সময় সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। মূলত এরপরই তাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন দর্শক, পরিচালক, প্রযোজকেরা। সম্প্রতি মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত সিনেমা জাট। এই সিনেমা দিয়ে তিনি আবারও নিজের জাত চেনালেন। ৬৭ বছর বয়সেও যে ফিরে আসা যায়, সেটি বুঝিয়ে দিলেন এই অভিনেতা। সিনেমায় তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। আরেকটি চমকের বিষয় হলো- সিনেমাটির মোট নির্মাণ খরচ ১০০ কটি রূপি। যার মধ্যে সানি নাকি একাই নিয়েছেন ৫০ কটি রূপি। এটাও এই অভিনেতার কারিশমাই বটে। গত ১০ এপ্রিল সানি দেওলের বহু প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া অ্যাকশন ফিল্ম জাট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দক্ষিণ ভারতীয় বাজারে দেওলের প্রথম প্রবেশ এবং পরিচালক গোপীচাঁদ মালিনেনির হিন্দি...
‘জাট’ দিয়ে বক্স অফিসে জাত চেনালেন সানি
অনলাইন ডেস্ক

শাশুড়ির কথাতে কান্নায় ভেঙে পড়েন ঐশ্বরিয়া
অনলাইন ডেস্ক

বচ্চন পরিবারে শাশুড়ি আর পুত্রবধূর সম্পর্ক নাকি খুব একটা মধুর নয়- বিষয়টি নিয়ে এমন গুঞ্জন প্রায়ই শোনা যেত। জয়া বচ্চনের সঙ্গে বনিবনার অভাবের কারণেই বচ্চন পরিবারের সঙ্গে খানিক দূরত্ব বজায় রাখেন ঐশ্বরিয়া। এমনকি গত বছর ঐশ্বরিয়া এবং অভিষেকের বিচ্ছেদ গুঞ্জনের মাঝেও এমন কথা ছড়িয়েছিল। যদিও সত্যিই কি ঐশ্বরিয়া ও জয়া বচ্চনের সম্পর্ক এতটাই তিক্ত? প্রথম দিকে শাশুড়ি-পুত্রবধূর সম্পর্ক তিক্ত ছিল না। বরং বহু অনুষ্ঠানে একসঙ্গে দেখাও গেছে তাদের। তেমনই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সেই ভিডিওতে পুত্রবধূর ভূয়সী প্রশংসা করতে দেখা যায় জয়াকে। ২০০৭ সালের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিও এটি। পুরস্কার নেওয়ার সময় জয়া বলেছিলেন, আমাকে এর আগেও এই পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু আমি সেই পুরস্কার গ্রহণ করিনি। আমি মনে করেছিলাম, এটা উপযুক্ত সময় নয়। কিন্তু আজ আমি এক...
তামান্না-বিজয়ের বিচ্ছেদের আড়ালে কে এই নারী?
অনলাইন ডেস্ক

দুই বছর একসঙ্গে থাকার পরে বিচ্ছেদ হয়েছে তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার। বিচ্ছেদ নিয়ে অবশ্য দুজনেই এখনো নীরব। তামান্না ও বিজয়ের একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিয়ে নিয়ে সমস্যা বেঁধেছিল দুজনের মধ্যে। তামান্না বিয়ে করে সম্পর্ককে স্থায়ী করতে চাইলেও, বিজয় এখনই বিয়েতে প্রস্তুত ছিলেন নাএটাই নাকি মূল দ্বন্দ্বের কারণ। তবে এরই মধ্যেগুঞ্জন উঠেছে, তামান্না-বিজয়ের বিচ্ছেদের পেছনে নাকি রয়েছেন এক নারী। তার প্রভাবেই নাকি বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন তামান্না। এই নারী আর কেউ নন, তিনি দক্ষিণী তারকা চিরঞ্জীবী। তামান্না ও তার পরিবারের খুবই ঘনিষ্ঠ চিরঞ্জীবী। এমনকি কিছু ক্ষেত্রে তামান্না অভিভাবকের জায়গাও দিয়েছেন চিরঞ্জীবীকে। দক্ষিণী এই তারকাই নাকি তামান্নাকে পরামর্শ দিয়েছিলেন, বিচ্ছেদের খবর প্রকাশ করার জন্য। এ-ও শোনা যায়, তামান্নার বাবাও নাকি এই সম্পর্কে রাজি...
নেহা-টোনির সঙ্গে সম্পর্ক ভাঙলেন বোন সোনু! কারণ কী
অনলাইন ডেস্ক

সম্পর্কে বিচ্ছেদ একটি অহরহ ঘটনা বর্তমানে। বিনোদন জগতে সম্পর্ক ভাঙা-গড়ার খেলা চলতেই থাকে। কিন্তু ভাই-বোন, পরিবারের সঙ্গে সম্পর্ক ছেদ করাও এখন নতুন ট্রেন্ড। এবার ভাই-বোনের সঙ্গে সম্পর্কে ইতি টানলেন নেহা কক্কর ও টোনি কক্করের বোন গায়িকা সোনু কক্কর। সমাজমাধ্যমে লিখলেন, ভাঙা মন নিয়ে আমি আপনাদের জানাচ্ছি যে, আমি আর দুই অতি গুণী নেহা কক্কর ও টোনি কক্করের বোন নই। আমার এই সিদ্ধান্ত এসেছে মনের অনেক বড় বেদনা থেকে। আমি আজ সত্যিই ভেঙে পড়েছি! সোনু কোক স্টুডিওতে বিশাল দাদলানির সাথে মাদারি ট্র্যাকে গলা মিলিয়ে পেয়েছিলেন পরিচিতি। সঙ্গে বোন নেহার সঙ্গেও জুটি বেঁধে কিছু গান গেয়েছেন তিনি। বেশ কিছু রিয়েলিটি শোয়ের বিচারকের আসনেও দেখা গিয়েছে সোনু কক্করকে। এদিকে, কিছুদিন আগেও তিন ভাই-বোনের মধুর স্মৃতি উপচে পড়েছে তাৎদের আড্ডায়, সাক্ষাৎকারে। যখনই তিন মাথা এক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর