ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় চিনি ও জিরা মজুদের অভিযোগে দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত সমন্বয়করা হলেন- জিল্লুর রহমান হৃদয় (২৮) ও মাসুদ রানা (২৬)। আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালসহ তাদের গ্রেপ্তার করা হয়। ফুলপুর থানার ওসি সৈয়দ আব্দুল হাদি বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়। আরও পড়ুন কুয়াশার ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য ২২ জানুয়ারি, ২০২৫ তিনি আরও জানান, তাদের গ্রেপ্তারের সঙ্গে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় মাল...
যৌথ বাহিনীর অভিযানে দুই সমন্বয়ক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
মোংলায় নিলামে উঠল নামীদামি ব্রান্ডের ৭০ গাড়ি
শেখ আহসানুল করিম, বাগেরহাট
মোংলা বন্দরের মাধ্যমে আনা নামীদামি ব্রান্ডের বিলাসবহুল ৭০ গাড়ি আমদানিকারকরা ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে উঠেছে। গত মাসে এই গাড়িগুলো বিক্রির জন্য মোংলা কাস্টমস হাউসে হস্তান্তরের পর সোমবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও মোংলা কাস্টমস হাউসে দরপত্র জমা দেওয়া ছাড়াও অনলাইনে বিট করেছেন ব্যবসায়ীরা। আগামী ২৯ জানুয়ারি দরপত্র খোলা হবে এবং যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাকে প্রাপ্ত গাড়ির বিক্রয় আদেশ জারি করা হবে। মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রুবেল হাসান এ তথ্য নিশ্চিত করে জানায়, মোংলা বন্দরে আমদানির পর ইয়ার্ড এবং বিভিন্ন শেডে রাখা নির্ধারিত সময়সীমা ৩০ দিনের বেশি অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির জন্য মোংলা বন্দর থেকে ৩০০টি গাড়ি কাস্টমসের কাছে গত মাসে হস্তন্তর করা হয়েছে। এর মধ্যে এলিয়ন, ফিল্ডার, হাইব্রিড, প্রাডো ল্যান্ড ক্রজার, ভেসেল, হারিয়ারসহ...
হিলিতে পেঁয়াজ ও আলুর দাম কমেছে
অনলাইন ডেস্ক
এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম। কেজি প্রতি দেশি আলু ৫ টাকা কমে ১৫ থেকে ২০ টাকা এবং দেশি ও ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি প্রকারভেদে ১০ টাকা কমে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সরবরাহ বেশির কারণে কমেছে দাম, এমনটি বলছেন পাইকারী ব্যবসায়ীরা। তবে পেঁয়াজ, আলু এবং সবজির বাজারে স্বস্তি ফিরলেও চাল, তেল এবং মসলার বাজার নিয়ে হতাশ ক্রেতারা। বুধবার (২২ জানুয়ারি) সকালে হিলির বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়। হিলি বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, দেশের বাজারে দেশি আলু ও পেঁয়াজ উঠতে শুরু করাতেই কমতে শুরু করেছে দাম। ফলে দাম ক্রেতাদের নাগালেই মধ্যে এসেছে। আগের থেকে বিক্রিও অনেক বেড়েছে। ক্রেতারা স্বস্তি মতো আলু ও পেঁয়াজ কিনতে পারছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহে ভারতীয় ১৩ ট্রাকে...
পাঁচবিবি সীমান্তের খুঁটি ও কাঁটাতার সরিয়ে নেয়নি বিএসএফ
আলমগীর চৌধুরী, জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় বেড়া দেওয়ার কাজ বন্ধ হলেও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তের প্রায় ৩০ গজ এলাকায় বাঁশের খুঁটি পুঁতে দেওয়া কাঁটাতারের বেড়া অপসারণ করেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্তমানে সীমান্তের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। বিজিবির দাবি, এ ঘটনায় বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। বিষয়টি তারা অনুধাবন করেছেন। তারা ভবিষ্যতে এ ধরনের কাজ না করা এবং যেটুকু বেড়া দিয়েছে তা দ্রুত সময়ে অপসারণ করবেন বলে আশ্বস্ত করেছেন। বুধবার (২২ জানুয়ারি) সকালে সরেজমিনে পাঁচবিবির উচনা ঘোনাপাড়া সীমান্তে গিয়ে দেখা গেছে, সীমান্তের উভয় পাড়ে বিজিবি এবং বিএসএফ কড়া নজরদারি বজায় রেখেছে। এলাকার মানুষরা স্বাভাবিকভাবে চলাচল করছে। তাদের মধ্যে কোনো আতঙ্কের ছাপও দেখা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর