রাজবাড়ীতে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় জোহরা (৪৩) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার (৫ মার্চ) বিকাল পৌনে ৫টায় রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর ভাদালেপোল এলাকায় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন। এ সময় তার দুটি ছাগলও ট্রেনের নিচে কাটা পড়ে। নিহত জোহরা রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের রহম বেপারীর মেয়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেললাইনের পাশে তিনটি ছাগল বাঁধা ছিল। বিকেলে সেই ছাগল আনতে যান জোহরা। ছাগলগুলো কোনোভাবে রেললাইনের সঙ্গে পেঁচিয়ে যায়। রশির প্যাঁচ ছাড়াতে তিনি রেললাইনের ওপরে যান। এ সময় ট্রেন চলে আসলে দ্রুত সরে যাওয়ার সময় মাথায় আঘাত পান জোহরা। ঘটনাস্থলেই তিনি মারা যান। তার সঙ্গে ট্রেনের নিচে কাটা পড়ে তার দুটি ছাগলও মারা...
নিজের জীবন দিয়েও ছাগল দুটিকে বাঁচানো গেল না
অনলাইন ডেস্ক

সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ১
অনলাইন ডেস্ক

সীতাকুণ্ডে মালবাহী ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ট্রাকচালক মো. শফিক (৬৬) নিহত হয়েছেন। বুধবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারবকুন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিক রাঙামাটি সদরের শান্তিনগর এলাকার মৃত বাদশাহ মিয়ার ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, গুরতর আহত অবস্থায় শফিককে হাসপাতালে আনা হলে তাকে ২৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে শফিক মারা যায়। News24d.tv/কেআই
লঞ্চের পাখা থেকে জাল পরিষ্কারে নামাই ভুল হলো মেকানিকের
অনলাইন ডেস্ক

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় লঞ্চের পাখা পরিষ্কার করতে নদীতে নেমে তাজুল ইসলাম (৩৫) নামে একজন নিখোঁজ হয়েছেন। আজ বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার পৌর লঞ্চঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনি এমভি মানিক-১ এর ইঞ্জিন মেকানিক এবং লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। লঞ্চটির সেকেন্ড মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, তাদের লঞ্চটি মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসে। এরপর পথে নদীতে পাখায় জেলেদের জাল পেঁচিয়ে যায়। পরে ওই জাল পরিষ্কার করার জন্য তাজুল ইসলাম নদীতে নামে। এক পর্যায়ে তিনি নদীতে নিখোঁজ হন। পরে তাকে নদীতে নেমে লঞ্চের অন্যান্য স্টাফরা খোঁজাখুঁজি করেন। না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। আরও পড়ুন ফিল্মি কায়দায় হানা দিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই ০৫ মার্চ, ২০২৫ বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত...
বরিশালে যুবদল নেতা হত্যা, মা-ছেলে গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কাউনিয়া এলাকার বাসিন্দা সুরুজ গাজী হত্যা মামলায় মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখা (ডিবি) জেলার গৌরনদী উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- কাউনিয়া এলাকার বাসিন্দা মজিবর হাওলাদারের স্ত্রী কনা বেগম (৩৫) ও তার ছেলে অনিক হাওলাদার (১৬)। সূত্র মতে, গত ৩ মার্চ রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা সুরুজ গাজীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও অপর যুবদল নেতা নয়ন হাওলাদারকে কুপিয়ে জখম করে একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন সরদার ওরফে সোনা শাহিন ও তার সহযোগীরা। এ ঘটনায় নগরীর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি শাহিন সরদারসহ অন্যান্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর