চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলন। শুক্রবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। সম্মেলনস্থলে পৌঁছালে বিমান বাহিনী প্রধানকে ঘাঁটির এয়ার অধিনায়ক অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে এয়ার ভাইস মার্শাল পদবীর কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি। বিমান বাহিনী প্রধান তাঁর বক্তব্যে দেশের আকাশসীমা রক্ষা এবং মাতৃভূমির সেবায় বিমান বাহিনীর অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। দেশের সেবায় প্রতিটি সদস্যকে অনন্য দৃষ্টান্ত...
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে: বিমান বাহিনী প্রধান
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ, বিএনপি কেন তা মনে করছে না; বিবিসিকে নাহিদ
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারকে আমরা নিরপেক্ষ মনে করছি। বিএনপি কেন এমনটি মনে করছে না, এটি তাদের স্পষ্ট করা উচিত। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনের সময় এ ধরনের বক্তব্য এলে সুস্পষ্টভাবে বলা যেতে পারে; নিরপেক্ষতার স্বার্থে সরকারের কোন কোন বিষয় পরিবর্তন করা উচিত। তখন সরকার এটি বিবেচনা করবে। এর আগে বুধবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে...
শনিবার শীত-কুয়াশা যেমন থাকবে?
অনলাইন ডেস্ক
কিছুদিন থেকে কুয়াশার কারণে দেশের বিভিন্ন এলাকায় সূর্যের দেখা প্রায় মেলেই না। মিললেও দুপুর গড়িয়ে যায়। সেই সঙ্গে বেড়েছে হিম বাতাস। আবহাওয়া দপ্তার জানিয়েছে শনিবারও (২৫ জানুয়ারি) একই অবস্থা থাকতে পারে। সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে এবং এর বিস্তৃতি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এই পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় (শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত) দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোনো কোনো স্থানে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দুপুর পর্যন্ত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌপথ এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। এর ফলে যাত্রী ও পণ্য পরিবহনে সাময়িক অসুবিধা দেখা দিতে পারে। বর্তমানে সিরাজগঞ্জ ও পঞ্চগড় জেলায় মৃদু...
৭ দিনের মধ্যে কার্যকরী পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি
অনলাইন ডেস্ক
দশম গ্রেডের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন ৩১ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই সাত দিনের মধ্যে কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। বলেছেন, ১ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশন শুরু করা হবে। শুক্রবার (২৪ জানুয়ারি) শিক্ষক প্রতিনিধি মনিবুল হক বসুনিয়া জানান, আজ তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন। পরে প্রধান উপদেষ্টা বিদেশে অবস্থান করছেন জানিয়ে তাদের অপেক্ষা করতে বলা হয়। বসুনিয়া বলেন, আমরা অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে দশম গ্রেড বাস্তবায়ন না হলে আর ঢাকায় আসব না। স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করব। প্রাথমিক শিক্ষক আন্দোলনের সমন্বয়ক মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর