বগুড়ায় তালাকপ্রাপ্ত স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে প্রাক্তন স্ত্রী ও শাশুড়িকে নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সাড়ে ১২ টার দিকে বগুড়া সদরে সাবগ্রাম দক্ষিনপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন মা আনোয়ারা বেগম (৫৮) ও মেয়ে ছকিনা বেগম (৩৫)। এঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ছকিনার দ্বিতীয় স্বামী রুবেল মিয়াকে দায়ী করেছেন নিহতদের স্বজনেরা।
ছকিনার ছেলে সাব্বির আহম্মেদ জানান, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে রুবেল বাড়িতে গিয়ে ছকিনাকে ঘুম থেকে ডেকে তুলে তাকে ছেড়ে দিয়ে প্রথম স্বামীকে বিয়ে করায় তর্কবিতর্ক শুরু হয়, এক পর্যায়ে রামদা দিয়ে কোপানো শুরু করে ছকিনাকে। এ সময় ছকিনার মা আনোয়ারা বেগম মেয়েকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে পালিয়ে যায় রুবেল।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে ছকিনা মারা যান। শনিবার (১ মার্চ) বেলা ১১ টার দিকে ছকিনার মা আনোয়ারা বেগমও মারা যান।