বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানায় করা হকার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাগর মিরপুরের বসিন্দা ছিলেন। আজ সোমবার (২৭ জানুয়ারি) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত। জানা যায়, এই দিন আদালতে আসামিকে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. মনিরুল ইসলাম। এ সময় আসামিপক্ষের আইনজীবী প্রাণ নাথ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, গত সংসদ নির্বাচনে তিনি এমপি ছিলেন না। এ হত্যা মামলার সঙ্গে তিনি জড়িত নন। তিনি থাকেন সাভারে। অথচ ঘটনাস্থল মিরপুর। তিনি অনেক অসুস্থ ও বয়স্ক। এ বিবেচনায় তার রিমান্ড বাতিল করা হোক। প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। আদালতে এ সিদ্ধান্তের...
সাবেক প্রতিমন্ত্রী এনামুর ৬ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
৬ পুলিশ ও ২ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
নিজস্ব প্রতিবেদক
ঢাকা শহরের বহুল আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আজ সোমবার (২৭ জানুয়ারি) এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারি পরোয়ানার তালিকায় ছয়জন পুলিশ সদস্য এবং দুইজন আওয়ামী লীগ নেতা রয়েছেন। তদন্ত সংস্থা তাদের প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাজুল ইসলাম বলেন, আজ যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, তারা প্রত্যেকেই ঢাকা শহরের অন্যতম চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণিত হয়েছে। তদন্ত সংস্থা চারটি পিটিশনের মাধ্যমে মোট আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করে, যা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। তবে গোপনীয়তার স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা হয়নি।...
কারিগরি শিক্ষা বোর্ডের সাড়ে ৩ হাজার জনের নিয়োগ স্থগিত
নিজস্ব প্রতিবেদক
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইনস্ট্রাকটর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাকটর (দশম গ্রেড) পদে সাড়ে ৩ হাজার জনের নিয়োগ স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে তাদের নিয়োগ প্রশ্নে রুল জারি করা হয়।আজ সোমবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আগামী ২৯ জানুয়ারি তাদের চাকরিতে যোগদানের কথা ছিল। হাইকোর্টের স্থগিত আদেশের ফলে এই সাড়ে ৩ হাজার জন চাকরিতে যোগদান করতে পারছেন না। এর আগে, দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর...
হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
অনলাইন ডেস্ক
জুলাই-আগস্টে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালানোর প্রমাণ মিলেছে। রোববার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। একইদিন র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আন্দোলন দমনে নির্বিচারে গুলির পরিকল্পনা ও বাস্তবায়নের নির্দেশ দেন হারুন অর রশীদ। তিনি বলেন, র্যাবকে ব্যবহার করে হারুন অর রশীদ নানা অপরাধ করেছেন, যার যথাযথ প্রমাণ তদন্ত সংস্থার কাছে রয়েছে। এসব প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হয়। আদালত তাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন। এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্য...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর