রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে গতকাল রাতে সেনাবাহিনীর দুইজন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে যার মধ্যে একজন হত্যা মামলার আসামি। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টা ৩০ মিনিটে তাৎক্ষণিকভাবে বসিলা আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর দুটি পেট্রোল টিম ঘটনাস্থলে অভিযান চালায় এবং বাড়িটি ঘিরে ফেলে। পরে সেখান থেকে বাশির (সাদা শার্ট পরিহিত) ও বাবু (লাল টি-শার্ট পরিহিত) নামক দুইজনকে আটক করা হয়।
প্রথমে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত বশির ২০১৯ সালের এক খুনের মামলার ১ নম্বর আসামি। সে একটি মাইক্রোবাসের চালককে হত্যা করে গাড়িটি ছিনতাই করে পাঁচ বছর কারাভোগ করে। তার সহযোগী বাবু একই বছরে মাদক মামলায় ছয় মাস কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল। সম্প্রতি তারা পুনরায় এলাকাবাসীর কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল।
অভিযানে তাদের কাছ থেকে দুটি সামুরাই তলোয়ার এবং একটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।