বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার অবস্থান শীর্ষে। সকাল ৮টা ৫৪ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী, ঢাকায় বাতাসের মান ২৫৩ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে খুব অস্বাস্থ্যকর ধরা হয়। এ ছাড়া একিউআই স্কোর ২৪৮ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ । ২২২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ইরাকের কিরগিজস্তানের বিশকেক। ২২০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসার। ভারতের দিল্লি ২১৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে। তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে খুব...
আজ বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ঢাকায়
অনলাইন ডেস্ক
রাজধানীতে সড়ক পার হতে গিয়ে ১১ বছরের শিশু নিখোঁজ, থানায় জিডি
অনলাইন ডেস্ক
রাজধানীর আদাবর এলাকায় সড়ক পার হওয়ার সময় নিখোঁজ হয়েছে ১১ বছরের এক শিশু। রোববার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর সোমবার সন্ধ্যায় আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির বাবা ইমরান রাজিব। নিখোঁজ শিশুর নাম আরাবি ইসলাম সুবা। বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে সে। পরিবারের সঙ্গে মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে ঢাকায় আসে সুবা। তার মা ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তারা বর্তমানে আদাবর এলাকায় এক আত্মীয়ের বাসায় থাকছেন। শিশুটির বাবা ইমরান রাজিব জানান, রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। সড়ক পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা এগিয়ে গেলে সে পেছনে ফিরে দেখে সুবা আর নেই। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের বিষয়ে জানতে চাইলে আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বলেন, নিখোঁজের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি...
৭ ঘণ্টা পর ঢাকা-টঙ্গী রুটে ট্রেন চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ৬ ঘণ্টা পর ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনে শুরু হয়েছে ট্রেন চলাচল। আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবেএমন আশ্বাসে আমরণ অনশন ভেঙেছেন কলেজটির শিক্ষার্থীরা। এরপরই তারা আটকে রাখা রাজধানীর মহাখালী রেলপথ থেকে সরে আসেন। রেলপথ ফাঁকা করার পর ট্রেন চলাচল শুরু হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, দুপুর ৩টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর রাত ৯টা ৫০ মিনিটে প্রথম ট্রেন হিসেবে রাজশাহীর উদ্দেশ্যে সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩) ঢাকা স্টেশন ছেড়ে গেছে। বিমানবন্দর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বিমানবন্দর স্টেশনে আটকে থাকা এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেন ৯টা ৫০ মিনিটে...
মহাখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
মহাখালী রেলগেট এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শরীফুল ইসলাম বলেন, রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত এখান থেকে তারা সরবেন না। যেকোনো মূল্যেই হোক রাষ্ট্রীয়ভাবে আজকেই বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে হবে। এর আগে সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে রেললাইন অবরোধ করেন তিতুমীরের শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে মহাখালী থেকে উল্টোপথে ফিরে যায় ট্রেন। শিক্ষার্থীদের অবরোধে বর্তমানে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর