কাউয়া কাউয়া স্লোগানে দিয়ে আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালান তারা। এসময় তাদের নারায়ে তাকবির, কাউয়া কাউয়া স্লোগান দিতে দেখা যায়। জানা যায়, বৃহস্পতিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয়। এতে লিখা হয়, নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা। আন্দোলনকারী বলেন, সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও উস্কানিমূলক বক্তব্যের জন্য দায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সেই রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন...
‘কাউয়া কাউয়া’ স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর
শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধরা
রাজশাহী প্রতিনিধি
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার পরে শাহরিয়ার আলমের গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানির বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়া হয়। স্থানীয়রা জানান, বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল নিয়ে এসে শাহরিয়ার আলমের বাড়িতে প্রথমে ভাঙচুর চালান। পরে আগুন জ্বালিয়ে দেন। news24bd.tv/SHS
নারায়ণগঞ্জের ডিসি-এসপি অফিসের সামনে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের ৩টি ম্যুরাল ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এই ভাঙচুর করা হয়। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর উপস্থিতি ২৪-এর গণ-আন্দোলনের চেতনাকে কলুষিত করে। আমাদের শহরে এর কোনো জায়গা নেই। ভবিষ্যতে যেকোনো স্বৈরাচারের প্রতীক এভাবেই গুঁড়িয়ে দেওয়া হবে। অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এই শহরে আওয়ামীলীগের ফ্যাসিস্টদের সব গুড়িয়ে দেয়া হবে। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত নারায়ণগঞ্জের শহীদদের নামের তালিকা স্থাপন করা হবে।...
গঙ্গাচড়ায় কবরস্থান থেকে অস্ত্র উদ্ধার
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় যৌথ অভিযানে কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান। তিনি জানান, বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার আরাজীনিয়ামত মৌলবীবাজার এলাকায় রংপুর-গঙ্গাচড়া সড়ক সংলগ্ন একটি পাকা কবরস্থান থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ বেঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদের নেতৃত্বে গঙ্গাচড়া মডেল থানা পুলিশসহ গোপন সংবাদ পেয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে। উপজেলার আরাজীনিয়ামত মৌলবীবাজার এলাকায় একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি রামদা, ১ টি ছুরি এবং ১টি কালো রঙের ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ২টি পিস্তল ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এবিষয়ে ওসি আল এমরান বলেন, উদ্ধার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর