টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ৪টার দিকে তারা শহরের মেইনরোডে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়। এসময় কার্যালয়ের ভেতরে থাকা কাগজপত্র পুড়িয়ে দেয় তারা। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। কার্যালয় গুড়িয়ে দেয়ার পর বৈষম্যবিরোধীরা একুশে পদকপ্রাপ্ত ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের বাসার দিকে যায়। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি ভাঙা হয়। এসময় সেখানে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। বিক্ষুব্ধরা জানায়, শেখ হাসিনাসহ তার দলের নেতাদের দেশে বিচারের আওতায় আনতে হবে এবং যারা লুটপাট করে সম্পদ অর্জন করেছে সেগুলো রাষ্ট্রের স্বার্থে ব্যয় করতে হবে।...
গুঁড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয়
টাঙ্গাইল প্রতিনিধি
![গুঁড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয়](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738843490-f8231764f830cc9b009872f26e880de9.jpg?w=1920&q=100)
নাটোরে পিকআপসহ বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি
![নাটোরে পিকআপসহ বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738843222-3425ba353f8a009183d128e1c992af42.jpg?w=1920&q=100)
নাটোর সদর উপজেলায় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের ৭টি তামার কয়েল, একটি হলুদ রংয়ের কাটার, একটি প্লাস্টিকের পাইপ (বৈদ্যুতিক ফেইজ ফেলার কাজে ব্যবহৃত), ২টি লোহার রড, দড়ি ও তার জব্দ করা হয়। বৃহস্পতিবার বেলা দুপুর ২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মারুফাত হোসাইন। গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনার আটঘরিয়া উপজেলার হায়দারপুর নতুনপাড়ার মৃত বেল্লাল মৃধার ছেলে মাহাতাব মৃধা (২৭), মোবারক হোসেন (২৪), দক্ষিণ মাসুমপুরের মৃত আকব্বর আলীর ছেলে ও পিকআপ চালক লিটন (৪৫), চাটমোহর উপজেলার খৈরাস...
জেলা আওয়ামী লীগ অফিসকে 'পাবলিক টয়লেট' ঘোষণা
অনলাইন ডেস্ক
![জেলা আওয়ামী লীগ অফিসকে 'পাবলিক টয়লেট' ঘোষণা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738843060-df6f2ba5eb537406669e8f4c209ff2c3.jpg?w=1920&q=100)
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে আওয়ামী লীগ অফিসের পরিত্যক্ত ভবনটিতে অগ্নিসংযোগ করে এ ঘোষণা দেয় তারা। পরে রাত ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডের আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ও দেয়ালের অংশে বড় করে লেখা হয় পাবলিক টয়লেট। পরে সেখানে দাঁড়িয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এটাকে পাবলিক টয়লেট ঘোষণা দেয়। এরপর খরমপট্টিতে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। কিশোরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, খুনি হাসিনা হাজার হাজার মানুষ হত্যা করেও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই।...
ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
প্রেস বিজ্ঞপ্তি
![ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738842759-430fb5e9289f3756562152fe3af957ae.jpg?w=1920&q=100)
ফেনী জেলা যুবদলের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নাসির উদ্দীন খোন্দকারকে আহ্বায়ক ও নঈম উল্লাহ চৌধুরী বরাতকে সদস্য সচিব করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন দেন। পরে কেন্দ্রীয় সহদফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বেলাল হোসেন প্রকাশ ভিপি বেলালকে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হয়েছেন আমজাদ হোসেন সুমন ও সালাউদ্দীন মামুন। আগামী ৩০ দিনের মধ্যে ঘোষিত এ আহ্বায়ক কমিটিকে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর