গুলশানের ফ্ল্যাট জালিয়াতির ঘটনায় সাবেক ব্রিটিশ এমপি শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক সূত্র জানায়, টিউলিপ গুলশান-২ এর ৭১ নম্বর রোডে অবস্থিত ফ্ল্যাটটির তথ্য গোপন করতে নানা ছলচাতুরীর আশ্রয় নিয়েছিলেন। ইস্টার্ন হাউজিং থেকে বিনামূল্যে ফ্ল্যাটটি ২০১৫ সাল পর্যন্ত আয়কর নথিতে প্রদর্শন করেন টিউলিপ। পরবর্তীতে ফ্ল্যাটের তথ্য গোপন করেন আয়কর নথিতে। পরবর্তীতে ফ্ল্যাটটি তিনি ছলচাতুরীর মাধ্যমে ভুয়া নোটারি রেজিস্ট্রেশন মূল্যে ছোট বোন আজমিনা সিদ্দিককে হস্তান্তর করেন।...
ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপসহ ৩ আসামির বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক

ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় কারাগারে কাফীসহ তিন পুলিশ কর্মকর্তা
অনলাইন ডেস্ক

আশুলিয়ায় ছাত্র আন্দোলনের সময় ছয় তরুণকে গুলি করে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিন সাবেক পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেল এই আদেশ দেন। এর আগে সকাল পৌনে ১১টার দিকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেপ্তার তিন সাবেক পুলিশ কর্মকর্তা হলেনঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম এবং সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন। এই মামলায় শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন ও বি এম সুলতান...
হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
অনলাইন ডেস্ক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। এর মধ্যে এক মামলায় ১২ জন ও অন্য মামলায় ১৭ জন আসামি। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। পরোয়ানা জারি হওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ...
৬ লাশ পোড়ানো মামলায় ট্রাইব্যুনালে কাফীসহ তিন পুলিশ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পুড়িয়ে দেয়ার ঘটনায় করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আব্দুল্লাহিল কাফীসহ পুলিশের তিন কর্মকর্তাকে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন। গত ৮ এপ্রিল প্রসিকিউশনের আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল তাদের ১৫ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার এই আদেশ দেন। এর আগে লাশ পোড়ানোর ঘটনায়চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর