আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে চলতি বিপিএলের ফাইনাল। শিরোপার জন্য লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এ মহারণ দেখতে এখনো টিকিট প্রত্যাশীদের দুঃসংবাদই দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, ফাইনালের টিকিটের এত চাহিদা যে সব টিকিট বিক্রি হয়েছে। দর্শকদের উদ্দেশে দেওয়া বিশেষ বার্তায় বিসিবি বলেছে, ‘যেহেতু কোনো টিকিট অবিক্রীত নেই। এমন অবস্থায়, জাতীয় সুইমিং কমপ্লেক্স সংলগ্ন টিকেট বুথের কাছে অথবা স্টেডিয়ামের আশপাশে ফাইনালের টিকিটের খোঁজ করেও কোনো লাভ নেই।’ news24bd.tv/SHS
শেষ বিপিএল ফাইনালের সব টিকিট
নিজস্ব প্রতিবেদক
![শেষ বিপিএল ফাইনালের সব টিকিট](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738911545-053facd15c2afd05e8cd33fec9224008.jpg?w=1920&q=100)
ফাইনালে চট্টলাবাসীর সমর্থন চান তামিম
অনলাইন ডেস্ক
![ফাইনালে চট্টলাবাসীর সমর্থন চান তামিম](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738907698-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে গত দুই আসর ধরে তামিম ইকবাল বরিশালবাসীর মনে বেশ জায়গা করে নিয়েছেন। টুর্নামেন্টের ইতিহাসের ৯টি আসর খেলে দশম বারে গিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদটা পেয়েছে কীর্তনখোলা পাড়ের দলটি। আর সেই ফরচুন বরিশাল দলের অধিনায়ক ছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তিনি এবারও বেশ মনে রাখার মতো পারফর্ম করছেন। একাধিক বিস্ফোরক ইনিংস আছে। যদিও সবচেয়ে বড় কাজটি তামিম করেছেন অধিনায়কত্বে। পুরো দলকে এক সুতোয় গেঁথেছেন। বরিশাল যেন স্রেফ একটা ফ্র্যাঞ্চাইজি নয়, একটা পরিবারও। তামিমের দল তার সুফল পেয়েছে বেশ করে। টানা দ্বিতীয় বারের মতো চলে এসেছে প্রতিযোগিতার ফাইনালে। শেষ চার মৌসুমে এ নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালের মঞ্চে পা রাখল দলটা। যদিও শেষ দুবারের কৃতিত্বটা তামিমই পাবেন। কেননা গেল মৌসুম থেকে শুরু করে দলটির অধিনায়ক যে তিনিই। এবারের...
প্রতিপক্ষকে এভাবেই ধসিয়ে দিতে চায় বার্সা
৫ গোলে হারল ভ্যালেন্সিয়া
অনলাইন ডেস্ক
![প্রতিপক্ষকে এভাবেই ধসিয়ে দিতে চায় বার্সা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738903622-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
মাঠে পরাজয়ের সংজ্ঞা যেন ভুলেই গেছে বার্সেলোনা। প্রতিযোগিতামূলক ফুটবলে সব মিলে বার্সা সবশেষ ১০ ম্যাচের ১০টিতেই অপরাজিত। পিছিয়ে পড়ে কখনো ম্যাচ জিতছে বা ড্র করছে। কখনোবা কাতালানদের সামনে প্রতিপক্ষ উড়ে যাচ্ছে খড়কুটোর মতো। মেস্তাদায় কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গত রাতে বার্সেলোনা খেলেছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। একপেশে লড়াইয়ে বার্সা উঠে গেছে সেমিফাইনালে। ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সা। শিষ্যদের এমন পারফরম্যান্সে প্রশংসা ঝরেছে ফ্লিকের কণ্ঠে। বার্সা কোচ বলেন, এটা অসাধারণ এবং এভাবেই আমরা খেলতে চাই। একটা গোলের পর আরেকটা গোল করতে এই দলের ক্ষুধাটা থাকে এবং সত্যিই এটা অবিশ্বাস্য। এই তরুণ দলটা শিখেছে কীভাবে ছন্দ ধরে রাখতে হয় ও গোলে তারা মনোযোগী। ৩ মিনিটেই ফেরান তরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। নিয়মিত বিরতিতে গোল...
চিটাগংয়ের আক্ষেপ ঘুচবে নাকি ফের চ্যাম্পিয়ন বরিশাল
অনলাইন ডেস্ক
![চিটাগংয়ের আক্ষেপ ঘুচবে নাকি ফের চ্যাম্পিয়ন বরিশাল](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738901784-8a572b50e9a84735f37d7606977cbb99.jpg?w=1920&q=100)
বছর ঘুরে আবারও এক মেগা ফাইনালের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মুখোমুখি চমক দেখানো চিটাগং কিংস আর গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আসর জুড়ে দাপট দেখানো চট্টলা বাহিনী তাদের সমর্থকদের মুখে হাসি ফোটাতে ট্রফির আক্ষেপ ঘুচাতে চায়। অপর দিকে তামিমের নেতৃত্বে লঞ্চে চাপিয়ে আবারও কীর্তনখোলা পাড়ে শিরোপা ফেরাতে চান টিম বরিশাল। যদিও ম্যাচের আগে অনুশীলন না করা চিটাগং ভরসা রাখছে নিজেদের সামর্থ্যে। মিরপুরের শের-ই-বাংলায় হাইভোল্টেজ ফাইনাল শুরু আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায়। দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন ফরচুন বরিশালের। যদিও ঘরের শত্রু বিভীষণ নয় তামিম ইকবাল। চট্টলার ছেলে গত দুইবার ধরে বরিশালের কাপ্তান। কর্ণফুলী পাড়ের দলটার হৃদয় ভাঙার দায়িত্বটা নিতে হবে তাকেই। বিপিএলের ফাইনালে কখনোই না হারা খান সাহেব ফাইনালের আগে দীর্ঘসময় ব্যাটে শানও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর