টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জয় করেছে তামিমের ফরচুন বরিশাল। চিটাগংকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে বিসিবি সংবর্ধনা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম টানা দ্বিতীয়বারের মতো ফরচুন বরিশালের হয়ে শিরোপা জয়ের পর বললেন, সাকিবিয়ান কিংবা তামিমিয়ান নয়, সমর্থক হিসেবে সবাই বাংলাদেশের। জাতীয় দলের সাবেক অধিনায়কের ভাষায়, সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান কিছু নেই। সবার একটিই পরিচয়সবাই বাংলাদেশের সমর্থক। এ ধরনের বিভক্তি বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে। তাই দয়া করে এসব বন্ধ করুন। আরও পড়ুন বিসিবির বিদায়ী সংবর্ধনা পেলেন তামিম ০৮ ফেব্রুয়ারি, ২০২৫ এসময় তামিম আরও বলেন, আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিব আল হাসানের ভক্ত হতে পারেন, মাশরাফি বিন মর্তুজার ভক্ত হতে পারেন। কিন্তু যখন আমরা খেলি, তখন আমরা...
‘সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান’ বিভক্তিই বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে: তামিম
অনলাইন ডেস্ক
![‘সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান’ বিভক্তিই বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে: তামিম](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/08/1738955403-9bca1653601cfed0253482a381c1ad63.jpg?w=1920&q=100)
বিসিবির বিদায়ী সংবর্ধনা পেলেন তামিম
অনলাইন ডেস্ক
![বিসিবির বিদায়ী সংবর্ধনা পেলেন তামিম](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/08/1738951984-a06b10a3084171685f06caddf8f2f237.jpg?w=1920&q=100)
তামিম ইকবাল বিপিএলের মাঝামাঝি জানিয়েছিলেন যে তার আর জাতীয় দলে আর ফেরা হচ্ছে না। সব সম্ভাবনার ইতি ঘটিয়ে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে জানিয়েছেন বিদায়। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে প্রায় সব রেকর্ডই নিজের করেছেন তামিম। এদিকে দেশের ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি বনে যাওয়া তামিম ইকবালকে বিদায় দেওয়ার মঞ্চটাও প্রস্তুত করে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বঘোষণা অনুযায়ী বিপিএল ফাইনালের দিনে মূল পুরস্কার বিতরণীর আগে তামিমকে তাই বিশেষ সংবর্ধনা দেয় বিসিবি। আরও পড়ুন ফাইনাল সেরা তামিম, মিরাজ টুর্নামেন্ট সেরা ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ তামিম ইকবালকে নিয়ে তৈরি করা বিশেষ একটি ভিডিও শুরুতেই জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। যেখানে দেশসেরা এই ওপেনারকে নিয়ে কথা বলেছেন জাতীয় দলের সতীর্থ জাকির হোসেন, তানজিম হোসেন সাকিব ও ইয়াসির আলী চৌধুরী...
এসএ গেমসে জোড়া স্বর্ণজয়ী মাবিয়া বিয়ের পিঁড়িতে
অনলাইন ডেস্ক
![এসএ গেমসে জোড়া স্বর্ণজয়ী মাবিয়া বিয়ের পিঁড়িতে](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738950062-5aa7f8f71a707262ac6659cddc876e46.jpg?w=1920&q=100)
দক্ষিণ এশিয়ান গেমসে দুইবার স্বর্ণজয়ী মাবিয়া আক্তার বসলেন বিয়ের পিঁড়িতে। তিনি সাক্ষী হয়েছেন অনেক স্মরণীয় মুহূর্তের। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের পিঁড়িতে বসেছেন দেশের এই তারকা ভারোত্তোলক। তার বর সাখাওয়াত হোসেনও (প্রান্ত) একজন ভারোত্তোলক। খেলতে এসেই তাদের পরিচয় ও ভালোবাসা। তা সফল পরিণতি পেয়েছে পারিবারিকভাবে। মাবিয়াসাখাওয়াতের সম্পর্ক দৃঢ় হয়েছে দুজনই বাংলাদেশ আনসারের ভারোত্তোলক হওয়ায়। মাবিয়া দেশসেরা তো বটেই, ছাপ ফেলেছেন আন্তর্জাতিক অঙ্গনেও। ২০১৬ সালে গুয়াহাটি এসএ গেমসে স্বর্ণ জিতে তার কান্নার দৃশ্যটা ভাইরাল হয়েছে। এরপর নেপালের পোখারাতে ২০১৯ সালেও জেতেন স্বর্ণ। সেইবারই এসএ গেমসে রুপা জেতেন সাখাওয়াত। উল্লেখ্য, মাবিয়া-সাখাওয়াতকে নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একই খেলায় দম্পতির...
ফাইনাল সেরা তামিম, মিরাজ টুর্নামেন্ট সেরা
অনলাইন ডেস্ক
![ফাইনাল সেরা তামিম, মিরাজ টুর্নামেন্ট সেরা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738948489-ca0b9ef5fee114cbcdf698cd54799187.jpg?w=1920&q=100)
বরিশালের সামনে ছিলো ১৯৫ রান তোলার কঠিন এক চ্যালেঞ্জ। সেখান থেকে জয় তুলে আনতে চিটাগাং কিংসের বিপক্ষে দারুণ একটা সূচনা দরকার ছিল ফরচুন বরিশালের জন্য। সেই কাজটা বেশ ভালোভাবেই করেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ঠিক যেমনটা হয় তেমনটাই দেখিয়েছেন তামিম। ২৯ বলে করলেন ৫৪ রান। দলকে এমন এক অবস্থানে রেখে আউট হয়েছেন, যেখান থেকে বরিশালকে চ্যালেঞ্জ জানাতে বেশ বেগ পেতে হতো চিটাগাং কিংসকে। ৯ চার এবং ১ ছক্কায় সাজানো সেই ইনিংসের সুবাদে ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন তামিম ইকবাল। এদিকে তামিমের মতোই অধিনায়ক হিসেবে আরও একজন পাচ্ছেন স্বীকৃতি। খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ অবশ্য এবারের আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন। ব্যাট ও বলে ধার দেখানোয় তিনি ম্যান অব দ্যা সিরিজ বনে গিয়েছেন। নিজেকে ওপেনিং পজিশনে এনে খুলনার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর