সুন্দরবনের আদাচাই ফরেস্ট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, করিম শরীফ বাহিনী তার সদস্যদের নিয়ে সুন্দরবনের একটি এলাকায় অবস্থান করছে। এরপর রাতেই বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা এবং নৌবাহিনীর যৌথ অভিযানে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি গভীর বনের দিকে পালিয়ে যায়। পরে সাঁড়াশি অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি তাজা গুলি ও ছয় রাউন্ড ফাঁকা কার্তুজসহ করিম শরীফ বাহিনীর সহযোগী মো. আল আমিনকে আটক করা হয়।...
সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক
অনলাইন ডেস্ক

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্ক

রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম মো. আকরাম হোসেন। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়র লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে। তার এক সহযোদ্ধা মোবাইল ফোনে পরিবারকে এ তথ্য জানিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত আকরামের বাবা মোরশেদ মিয়া ছেলের বরাত দিয়ে জানান, রাশিয়ার সেনাবাহিনীর সদস্যরা কথা না শুনলে মারধর করতেন। গত কয়েক দিন আগে ছেলে জানিয়েছিলেন, রাশিয়ায় তার ব্যাংক হিসাবে চার লাখ টাকা জমা হয়েছে। তিনি জানান, কম্পানিতে ভালো বেতন না পাওয়ায় দালালদের প্রলোভনে পড়ে গত আড়াই মাস আগে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে আকরাম যোগ দেন রুশ সেনাবাহিনীতে। শর্ত ছিল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সম্মুখসারিতে থাকার। এতে পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলে আকরাম জানিয়েছেন, তার আর ফিরে আসার উপায় নেই। তিনি আর বলেন, গত রোববার...
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় পাখিভ্যানের দুজন নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয়মাইল নামক স্থানে বাসের ধাক্কায় পাখিভ্যানে থাকা দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের মৃত মকছেদ মন্ডলের ছেলে পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৬৫) ও মোহাম্মদজমা গ্রামের ইসমাইল খন্দকারের ছেলে সরোয়ার হোসেন (৭০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে পাখিভ্যানযোগে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন তারা। এসময়একটি যাত্রীবাহী পরিবহন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নেয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনায়...
একই সংবাদ ও শিরোনাম ১৩ পত্রিকায়, কারণ দর্শানোর নোটিশ
অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ১৩টি আঞ্চলিক দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় একই সংবাদ এবং শিরোনাম ধারাবাহিকভাবে প্রকাশ করায় সংশ্লিষ্ট পত্রিকাগুলোর সম্পাদক ও প্রকাশকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে জেলা প্রশাসন। এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে (স্মারক নং-০৫.৪৫.৬১০০,০০৫,২৭.০০১.২৪-১০)। নোটিশে বলা হয়, পত্রিকাগুলোর ভিন্নতা থাকা সত্ত্বেও চলতি বছরের ৩০ মার্চ, ৭, ৮, ৯, ১০, ১২ এবং ১৩ এপ্রিল তারিখে একই সংবাদ ও শিরোনাম একাধিকবার প্রকাশিত হয়েছে। যা গণমাধ্যমের নৈতিকতা ও পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ করে। এই প্রেক্ষিতে, পত্রিকাগুলোর সম্পাদক ও প্রকাশকদের নোটিশ পাওয়ার তারিখ থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে সশরীরে হাজির হয়ে এ ধরনের প্রকাশনার যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। ব্যর্থ হলে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর