সিরাজগঞ্জে মৌমাছির কামড়ে এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা কালিবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। ওই কৃষকের নাম আনছর আলী (৪২)। তিনি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের জোকনালা গ্রামের সাদেক আলী সরকারের ছেলে। স্থানীয়রা জানিয়েছে, আনছার আলী বিকালে ধানের চারা তোলার জন্য জমিতে যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছালে একদল মৌমাছি তাকে আক্রমণ করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মোফাখখারুল ইসলাম জানান, মৌমাছির আক্রমণের শিকার আনছার আলীকে হাসপাতালে আনা হলে আমরা মৃত অবস্থায় পাই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।...
এক ঝাঁক মৌমাছি কেড়ে নিল কৃষকের প্রাণ
নিজস্ব প্রতিবেদক
ছুটিতে বাড়িতে গিয়ে আর ব্যারাকে ফেরা হলো না সেনা সদস্য আজিজুলের
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আজিজুল বেপারী (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আলীপুর ইউনিয়নের নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল বেপারী রাজবাড়ী সদর উপজেলার কালীচরণপুর গ্রামের মোস্তফা বেপারীর ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন। নিহতের চাচাতো ভাই আসাদ বলেন, আজিজুল দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিল। বুধবার (১২ ফেব্রুয়ারি) তার সিলেটে ফেরার কথা ছিল। আজ বিকেলে আজিজুল তার বন্ধু নয়নকে নিয়ে মোটরসাইকেলে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত...
'জুলাই বিপ্লবের একমাত্র মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান'
এইচ এম মহিউদ্দিন, কুমিল্লা প্রতিনিধি:
ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করেছে কোনো সমন্বয়ক নয়, জুলাই বিপ্লব আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন দেশনায়ক তারেক রহমান। তিনি লন্ডনে বসে মাস্টারমাইন্ড নিয়ে কাজ করেছেন, আর আমরা দেশে থেকে পালন করেছি, যার কারণে দেশ থেকে স্বৈরাচার পালিয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়ন যুবদলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কামরুল হুদা আরও বলেন, এখন নতুন শব্দ সমন্বয়ক, তারা দাবি করে ৫-১০ দিনে নাকি তারা দেশ স্বাধীন করেছে। অথচ তারেক রহমান লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলন সফল করেছেন। এ আন্দোলন ৫-১০ দিনের বিক্ষোভের ওপর নির্ভরশীল ছিল না বরং বহু বছরের ত্যাগ ও সংগ্রামের ফলস্বরূপ সফল হয়েছে। তিনি আরও বলেন, তারা...
ফেসবুকে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
নরসিংদীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে অনন্ত কুমার ধর (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীমর নেতৃত্বে জেলা পুলিশের চৌকস একটি দল মনোহরদী উপজেলার রামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলার নাগরিক প্রবাসী নামক পেজ থেকে সাধাসিধে জীবনযাপনই ছিলো নবীজির পছন্দের শীর্ষক একটি পোস্ট করা হয়। গ্রেপ্তার অনন্ত কুমার তার পরিচালিত একটি ভুয়া আইডি থেকে সেখানে কটূক্তিমূলক মন্তব্য করেন। মন্তব্যের মাধ্যমে মহানবী (সা.) কে অনন্ত অসম্মান ও অপমান করেছেন বলে অভিযোগ ওঠার পর তার গ্রেপ্তার ও বিচার দাবিতে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় শতাধিক ব্যক্তি মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর