চট্টগ্রামের হাতিয়ায় অপরারেশন ডেভিল হান্টের আওতায় অস্ত্র ও গোলাবারুদসহ ৪ জনকে আটক করেছে নৌবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হাতিয়ার চরকিং ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। নৌবাহিনী থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অপারেশন ডেভিল হান্টর আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। অভিযান চলাকালে গতকাল সোমবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, হাতিয়া থানাধীন ৬ নং চরকিং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাওসার মিয়ার ব্রিকফিল্ড এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। পরে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের...
অপারেশন ডেভিল হান্ট: হাতিয়ায় অস্ত্র-গোলাবারুদসহ আটক ৪
অনলাইন ডেস্ক
![অপারেশন ডেভিল হান্ট: হাতিয়ায় অস্ত্র-গোলাবারুদসহ আটক ৪](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739269233-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg?w=1920&q=100)
ডেভিল হান্ট অভিযানে থানা থেকে লুটের রাইফেল উদ্ধার
![ডেভিল হান্ট অভিযানে থানা থেকে লুটের রাইফেল উদ্ধার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739268773-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
অপারেশন ডেভিল হান্ট চলাকালে মুন্সিগঞ্জের টংগিবাড়ী থানা থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার সোনারং টংগিবাড়ী ইউনিয়নের বাঁশবাড়িতে ওই এলাকার আতাউর রহমানের নির্মাণাধীন ভবনের পাশে পরিত্যক্ত টয়লেটের ভেতর হতে চাইনিজ রাইফেলটি উদ্ধার হয়। টংগিবাড়ী থানা পুলিশের উপ পরিদর্শক শাহ আলী এ তথ্য নিশ্চিত করেন। আরও পড়ুন ভিখারিনীর ছেঁড়া বালিশের তলায় লাখ লাখ টাকা! ১১ ফেব্রুয়ারি, ২০২৫ তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্রটি গেল বছরের ৫ আগস্ট টংগিবাড়ী থানা থেকে লুট হয়। থানার অস্ত্র তালিকা দেখে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্রটি থানা থেকে অস্ত্র লুটের ঘটনায় যে মামলা হয়েছিল সেই মামলার আলামত হিসাবে জব্দ দেখানো হবে।...
পিকনিকের খাবার খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী-অভিভাবক হাসপাতালে
রাজশাহী প্রতিনিধি
![পিকনিকের খাবার খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী-অভিভাবক হাসপাতালে](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739268532-8f340a5fc5954fb04541b18996d7db46.jpg?w=1920&q=100)
রাজশাহীর চারঘাটে পিকনিকের খাবার খেয়ে থানাপাড়া সোয়ালোজ প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার দুপুর থেকে ৪৩ জন শিক্ষার্থী ও অভিভাবক চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. তৌফিক রেজা জানান, ফুড পয়জনিং এর সমস্যা নিয়ে অসুস্থ ৪৩ জন চারঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছিল। এর মধ্যে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাকিদের অবস্থা স্থিতিশীল। তারা এখন ভালো আছে। অভিভাবকরা জানান, গত রোববার স্কুলে পিকনিক ছিলো। স্কুলে রান্না করা খাবার খেয়ে তারা পেট ব্যথাসহ ডায়রিয়ায় আক্রান্ত হয়। পরে তাদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রধান শিক্ষক অভিতাভ নেওয়াজ জানান, ১৮০ জন শিক্ষার্থী ও অভিভাবক গতকাল পিকনিকে গিয়ে...
বন্ধ ১২১ বিদ্যালয়, বনভোজনে গেলেন শিক্ষকরা
অনলাইন ডেস্ক
![বন্ধ ১২১ বিদ্যালয়, বনভোজনে গেলেন শিক্ষকরা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739268069-847de33a25e03ee948a86e46719f979e.jpg?w=1920&q=100)
বন্ধ উপজেলার প্রায় সব প্রাথমিক স্কুল, শিক্ষকরা গেছেন বনভোজনে। চুয়াডাঙ্গা সদর উপজেলার সবগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় এভাবে বন্ধ রেখেই মিলনমেলা ও বনভোজন করেছেন শিক্ষকরা। এতে অংশ নেন বিদ্যালয়ের সব শিক্ষকসহ কিছু স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। বিষয়টি নিয়ে অভিভাবক মহলে শুরু হয় তীব্র সমালোচনা। এক পর্যায়ে তাৎক্ষণিকভাবে ছুটি বাতিল করে বিদ্যালয় খোলার নির্দেশ দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার ব্যানারে আক্কাছ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে এই আয়োজন করা হয়। এ ঘটনায় শিক্ষকদের ছুটি মঞ্জুর করার কারণে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শোকজ করা হয়েছে। একদিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে। অভিভাবকদের অভিযোগ, চলতি বছর প্রায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর