বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ এপ্রিল দিন ধার্য করেন। উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ওই ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক...
রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য
নিজস্ব প্রতিবেদক
![রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739266419-c83c522e6fb025edd2d06f12f75e74bd.jpg?w=1920&q=100)
রমজানে সারাদেশে টিসিবির ট্রাকসেল নিয়ে সুখবর
অনলাইন ডেস্ক
![রমজানে সারাদেশে টিসিবির ট্রাকসেল নিয়ে সুখবর](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739249248-0f92edc7c5baffbc57415e4c45e1b068.jpg?w=1920&q=100)
রমজানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেলে অতিরিক্ত ৯ হাজার টন পণ্য বিক্রি করা হবে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনায় টিসিবির ট্রাকসেলের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনকালে বিষয়টি জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টা বলেন, রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের বাইরে সারাদেশে ট্রাক সেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য ১২ লাখ পরিবারে বিক্রি করবে টিসিবি। এতে বাজার পরিস্থিতি সহনীয় থাকবে। news24bd.tv/MR
বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের স্থপতি
বিশেষ প্রতিনিধি
![বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের স্থপতি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739243488-2e05920e788a4ec5e9fd45ec9d213427.jpg?w=1920&q=100)
১৯৭৬ সাল। মুক্তিযুদ্ধের চার বছর অতিক্রান্ত হয়েছে কিন্তু হতদরিদ্র বাংলাদেশের চেহারা পাল্টায়নি। বরং চারপাশে হতাশার চিহ্ন। যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই স্বপ্নগুলো ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। মানুষ দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত, মনে হচ্ছিল হেনরি কিসিঞ্জার কিংবা মার্কিন অর্থনীতিবিদের সেই ভবিষ্যদ্বাণীগুলোই যেন বাংলাদেশের ক্ষেত্রে অমোঘ নিয়তি হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতার পর মার্কিন অর্থনীতিবিদরা বলেছিলেন, বাংলাদেশ হবে দারিদ্র্যের মডেল। তাঁরা বলেছিলেন, বাংলাদেশ হবে দুর্ভিক্ষের প্রতীক। স্বাধীনতার পর বাংলাদেশ চুয়াত্তরে এক ভয়ংকর দুর্ভিক্ষের অভিজ্ঞতা বরণ করে। সেই দুর্ভিক্ষের ক্ষত এখনো শুকায়নি। স্বপ্নহীন, বিবর্ণ হতদরিদ্র মানুষের মানচিত্র যেন বাংলাদেশ। ৭০ ভাগের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। বাংলাদেশ টিকবে কি না, বাংলাদেশ কি...
মোস্তফা সোবহান রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নির্বাচিত
অনলাইন ডেস্ক
![মোস্তফা সোবহান রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নির্বাচিত](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739237104-ee777439af2aff946472d3673c6333cb.jpg?w=1920&q=100)
রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামরুস সোবহান। তিনি সদ্যপ্রয়াত চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের স্থলাভিষিক্ত হলেন। সোবহান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও উদ্যোক্তা, বীমা, শিক্ষা এবং বস্ত্র ও তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে সমৃদ্ধ অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব দিচ্ছেন। বর্তমানে তিনি ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, ২০২৩ সালে তিনি বাংলাদেশে উরুগুয়ের প্রথম সম্মানসূচক কনসাল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন, যা বাংলাদেশ ও উরুগুয়ের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে জনাব মোস্তফা কামরুস সোবহান পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জনাব মোস্তফা গোলাম কুদ্দুসের রেখে যাওয়া...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর