মহিউদ্দিন মহিনের বাবা মারা গেছেন ১০ বছর আগে। বাবার মৃত্যুর ছয় বছরের মাথায় ২০২০ সালে মারা গেছেন মা। বাবা-মাকে হারিয়ে মায়ের আদরে ঢাকায় বড় বোন লাইজু বেগমের কাছে থাকতেন মহিউদ্দিন। জেলা সদর ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ চরপাতা গ্রামের মৃত হাসিম ওরফে কালু বয়াতীর ছেলে মো. মহিউদ্দিন মহিন (৩০)। ছয় ভাই তিন বোনের মধ্যে অষ্টম ছিলেন তিনি। বড় বোন লাইজু বেগমের বাসা ঢাকার মিরপুর রূপনগর আবাসিক এলাকার ২৭ নম্বর সড়কে। বিগত ১৬ থেকে ১৭ বছর ধরে বোনের কাছেই থাকতেন তিনি। ভগ্নিপতি আব্দুল মালেকের মুদি দোকানে কাজ করতেন। ভাই বোন সকলে বিয়ে করলেও তিনি বিয়ে করেননি। কথা ছিলো আগস্ট মাসের ৮ তারিখ গ্রামে এসে এনগেজমেন্ট করবেন। বাড়িতে থাকা বড় ভাইয়েরা ছোট ভাইয়ের জন্য মেয়েও ঠিক করে রেখেছিলেন। কিন্তু ঢাকায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের ছোঁড়া ঘাতক বুলেটে সব কিছু...
এনগেজমেন্টের দিনই গুলি বুকে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায় শহীদ মহিউদ্দিনের
অনলাইন ডেস্ক
![এনগেজমেন্টের দিনই গুলি বুকে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায় শহীদ মহিউদ্দিনের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739297964-47ded27446f60e87e0fff93713e8a1f2.jpg?w=1920&q=100)
সরকারি গণমাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক কন্টেন্ট প্রচার বন্ধের অপপ্রচার, কী বলছে রিউমর স্ক্যানার?
অনলাইন ডেস্ক
![সরকারি গণমাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক কন্টেন্ট প্রচার বন্ধের অপপ্রচার, কী বলছে রিউমর স্ক্যানার?](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739294080-a36a0d39e5034ece857e29d83fff7547.jpg?w=1920&q=100)
সম্প্রতি কিছু ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে মুক্তিযুদ্ধভিত্তিক কন্টেন্ট সরকারি বেতার ও টেলিভিশনে প্রচার নিষিদ্ধ করার একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয় যে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক আদেশ জারি করেছেন, যার মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন গণহত্যা, পাকিস্তানকে দায়ী করে কন্টেন্ট এবং পাকিস্তানি নেতাদের সমালোচনা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, ১৯৫২ থেকে ১৯৭১ সালের সকল নথি ও ভিডিও ফুটেজ ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। তবে, তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এই দাবিটি মিথ্যা প্রমাণিত হয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, আদেশটি মূলত বাংলাদেশ বেতারের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে সরকারি নীতিমালাবহির্ভূত ছবি, তথ্য এবং কন্টেন্ট অপসারণের নির্দেশ দেয়। কোনভাবেই মুক্তিযুদ্ধ বা পাকিস্তান...
মানবাধিকার রক্ষায় কাজ করছে অন্তর্বর্তী সরকার: আদিলুর রহমান
![মানবাধিকার রক্ষায় কাজ করছে অন্তর্বর্তী সরকার: আদিলুর রহমান](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739293798-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মানবাধিকার ধ্বংস করেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার রক্ষায় কাজ করছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগবিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মাহবুবুর রহমান...
‘সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ’
অনলাইন ডেস্ক
![‘সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ’](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739290068-9587b6c64520bc67ce5917a48d178c3e.jpg?w=1920&q=100)
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, প্রতিদিন সড়কে যে হারে মৃত্যু হয়, কোনো যুদ্ধেও এত মানুষ নিহত হয় না। সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইলিয়াস কাঞ্চন বলেন, সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে এবং হেলমেট ব্যবহার না করার কারণে মৃত্যু হারও বাড়ছে। অতিরিক্ত যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ঝুঁকি কমাতে হলে সচেতনতার কোনো বিকল্প নেই। তাই সড়ক আইনের যথাযথ প্রয়োগ এবং আইন মেনে সড়কে চলাচলের অনুরোধ রইল। এ সময় সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক নিশ্চিত করতে কাজ করবেন বলে দুই দলের দুই নেতার কাছ থেকে রাজনৈতিক প্রতিশ্রুতি নেন ইলিয়াস কাঞ্চন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ মাওলানা আবুল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর