জম্মু এবং কাশ্মীরের আখনূর সেক্টরে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলায় দুই সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির সেনাবাহিনী বলেছে, হোয়াইট নাইট কর্পস স্যালুট এবং দুই বীর সেনার সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়। প্রতিবেদন মতে, সৈন্যরা লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর সীমান্ত টহল দেয়ার সময় আইইডি হামলা হয়। ভারতের সেনাবাহিনী বলছে, আমাদের সৈন্যরা এলাকায় আধিপত্য বিস্তার করছে এবং অনুসন্ধান অভিযান চলছে। এর আগে রাজৌরি জেলার এলওসিতে এক সেনাকে লক্ষ্য করে গুলি করা হয়। এসময় গুলি লাগলে তিনি গুরুতর আহত হন। তিনি নওশেরা সেক্টরের কালাল এলাকায় একটি ফরোয়ার্ড পোস্টে কর্মরত ছিলেন।...
সীমান্তে বিস্ফোরণে উড়ে গেল দুই ভারতীয় সেনা
অনলাইন ডেস্ক
![সীমান্তে বিস্ফোরণে উড়ে গেল দুই ভারতীয় সেনা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739286117-51d1e943a06acb8a77dfd3351fa265c0.jpg?w=1920&q=100)
আদানির ১৬০০ মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই চায় বাংলাদেশ
অনলাইন ডেস্ক
![আদানির ১৬০০ মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই চায় বাংলাদেশ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739275490-cf531ae042354b530c76a5e0b156ea02.jpg?w=1920&q=100)
ভারতের গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের পুরো অংশ বাংলাদেশে সরবরাহ করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। রয়টার্স প্রতিবেদনে জানিয়েছে, আদানি পাওয়ারকে ভারতে তার ১ হাজার ৬০০ মেগাওয়াট প্ল্যান্ট থেকে সরবরাহ সম্পূর্ণরূপে পুনরায় শুরু করতে বলেছে বাংলাদেশ। ২০১৭ সালে বাংলাদেশের সঙ্গে ২৫ বছরের চুক্তি স্বাক্ষর করে আদানি। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত সংস্থাটি তাদের ২ বিলিয়ন ডলারের প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করে। ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটের প্ল্যান্টটির প্রতিটি থেকেই একচেটিয়াভাবে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে তারা। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, অর্থপ্রদানে বিলম্বের কারণে ভারতীয় এই কোম্পানিটি...
কিউআর কোড স্ক্যান করে লাখ টাকা লোপাট!
অনলাইন ডেস্ক
![কিউআর কোড স্ক্যান করে লাখ টাকা লোপাট!](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739273851-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
ভারতের কলকাতা শহরের পার্ক সার্কাসের এক রেস্টুরেন্টে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। কিউআর কোডের মাধ্যমে প্রতারণার করে এক লাখ টাকা আত্মসাৎ করেছেন রেস্টুরেন্টের দুই কর্মী। এ ঘটনায় অভিযুক্ত ক্যাশিয়ার ও এক পরিচারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- প্রসেনজিৎ মাইতি (পরিচারক) ও শেখ গোলাম নবি আজাদ (ক্যাশিয়ার)। গত কয়েক মাস আগেই প্রসেনজিৎ রেস্টুরেন্টটিতে কাজ শুরু করেছিল। আর গোলাম নবি দীর্ঘদিন ধরে ক্যাশিয়ার পদে কর্মরত ছিল। তদন্তে জানা যায়, তারা মূলত টার্গেট করত অনলাইন পেমেন্টকারী গ্রাহকদের। ক্রেতারা খাবারের বিল দেওয়ার জন্য কিউআর কোড স্ক্যান করলে, সেই টাকা রেস্টুরেন্টের অফিসিয়াল অ্যাকাউন্টে না গিয়ে ক্যাশিয়ারের ব্যক্তিগত অ্যাকাউন্টে চলে যেত। আরও পড়ুন ভিখারিনীর ছেঁড়া বালিশের তলায় লাখ লাখ টাকা! ১১ ফেব্রুয়ারি, ২০২৫...
যে বৈশিষ্ট্য থাকায় এই গরুর দাম ৫৬ কোটি টাকা
![যে বৈশিষ্ট্য থাকায় এই গরুর দাম ৫৬ কোটি টাকা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739268691-c720b2acad0f5757d56f90d11829139c.jpg?w=1920&q=100)
ব্রাজিলের মিনাস গেরাইসে এক নিলামে বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি টাকায় বিক্রি হওয়া একটি ভারতীয় বংশোদ্ভূত গরু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। গরুটির নাম ভিয়াটিনা-১৯। ৫৩ মাস বয়সি এই গরুটির ওজন প্রায় ১ হাজার ১০১ কেজি; যা নেলোর জাতের অন্যান্য গরুর গড় ওজনের দ্বিগুণ। ভিয়াটিনা-১৯- তার সুন্দর সাদা পশম, আলগা ত্বক এবং কাঁধে একটি লক্ষণীয় কুঁজ থাকার জন্য অনান্য গরুর চেয়ে আলাদা। বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি টেক্সাসের ফোর্ট ওর্থে চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভিয়াটিনা-১৯ মিস সাউথ আমেরিকা জিতেছে। প্রসঙ্গত, এটি একটি মিস ইউনিভার্স-ধাঁচের গরু প্রতিযোগিতা যেখানে বিভিন্ন দেশের ষাঁড় এবং গরু একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করে। ভিয়াটিনা-১৯ এই প্রতিযোগিতার তার পেশির ব্যতিক্রমী...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর