বাংলাদেশের জুলাই ও আগস্ট মাসের ঘটনাবলি নিয়ে তদন্ত প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিসকে (ওএইচসিএইচআর)। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ পুলিশ ওএইচসিএইচআরকে ৯৫ জন পুলিশ, আওয়ামী লীগ বা আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সংগঠনের সদস্যের নাম ও পদবি প্রদান করেছে, যারা বিক্ষোভের সময় সহিংস হামলায় নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছে। এর মধ্যে ১০ জন তৎকালীন সংসদ সদস্য, ১৪ জন আওয়ামী লীগ নেতা, ১৬ জন যুবলীগ নেতা, ১৬ জন ছাত্রলীগ নেতা এবং ৭ জন পুলিশ সদস্য ছিলেন। সবচেয়ে নিরপেক্ষ তদন্ত পরিচালনা ও প্রতিবেদনের জন্য ওএইচসিএইচআরকে ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের অনুরোধে ওএইচসিএইচআর তাদের এই তদন্ত করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাসিনা সরকার এবং আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর দ্বারা...
‘ছাত্রজনতা হত্যায় অস্ত্র সরবরাহ করে সাবেক ১০ এমপিসহ ৯৫ জন’
নিজস্ব প্রতিবেদক
![‘ছাত্রজনতা হত্যায় অস্ত্র সরবরাহ করে সাবেক ১০ এমপিসহ ৯৫ জন’](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739359256-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
দুদিনের সফরে আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
![দুদিনের সফরে আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739358730-c4ccc6c5faa07fc39bdc0c71874aa6e0.jpg?w=1920&q=100)
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুদিনের সফরে বুধবার (১২ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ অনুষ্ঠিত সম্মেলনে অংশ নিতে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনে অংশ নিতে সম্মতি দিয়েছেন। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা আছে কি না, এ প্রসঙ্গে জানতে চাইলে আবুল কালাম আজাদ মজুমদার জানান, এখন পর্যন্ত এ সম্পর্কে...
জুলাই অভ্যুত্থানে পরিকল্পিতভাবে নৃশংসতা চলেছিল: জাতিসংঘ
অনলাইন ডেস্ক
![জুলাই অভ্যুত্থানে পরিকল্পিতভাবে নৃশংসতা চলেছিল: জাতিসংঘ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739357578-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
ক্ষমতা আঁকড়ে রাখতে জুলাই গণঅভ্যুত্থানে পরিকল্পিতভাবে নৃশংসতা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি বলেন, জনতার তীব্র বিরোধিতার মুখেও ক্ষমতা ধরে রাখতে বাংলাদেশের সাবেক সরকার নৃশংসতা চালিয়েছিল। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে সাবেক সরকারের নৃশংসতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। মূলত সেই প্রতিবেদনে হাইকমিশনার এসব কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে করা হয়েছিল। সাবেক সরকারের বিক্ষোভ দমনের কৌশল সম্পর্কে তিনি বলেন, বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের...
দুদক কর্মকর্তাদের নাম ব্যবহার করে লাখ লাখ টাকার প্রতারণা
নিজস্ব প্রতিবেদক
![দুদক কর্মকর্তাদের নাম ব্যবহার করে লাখ লাখ টাকার প্রতারণা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739357491-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম-পদবি ব্যবহার করে বেআইনি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণামূলক নানা কাজ করছে একটি চক্র। তারা দুদকের মামলার ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সাধারণ জনগণের কাছ থেকে অর্থ আদায় করছে। রংপুরের রেজোয়ানুল নামে একজন এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইদানিং ওই প্রতারক চক্র বেপরোয়া হয়ে কমিশন চেয়ারম্যান এবং কমিশনারদের নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে এই অসাধু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ রূপ প্রতারণামূলক কাজের জন্য এর আগেও রেজোয়ানুলকে গ্রেপ্তার করা হয়। জামিনে বের হয়ে সে আবারও একই ধরনের কাজে লিপ্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেজোয়ানুল হক তার সহযোগী ইয়াসমিন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর