আয়নাঘর নামে পরিচিত বন্দিশালা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আয়নাঘর পরিদর্শন করেন তিনি। এসময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ছাড়াওতার সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা। যাদের মধ্যে ছিলেন ভারতীয় সাংবাদিক অর্ক দেব। তিনি ইনস্ক্রিপ্টি ডটমি-এর সম্পাদক। আয়নাঘর পরিদর্শন শেষে অর্ক দেব সেখানকার একটি ইলেকট্রিক চেয়ারের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার (আগারগাঁও অঞ্চলে)। হাই ভ্যালু বন্দিদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। ডিজিএফআইয়ের কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজস্ট ফ্যান চলত এই ঘরগুলিতে, ফ্যান বন্ধ হলেই...
আয়নাঘর পরিদর্শন শেষে ফেসবুক পোস্টে যা লিখলেন ভারতীয় সাংবাদিক
অনলাইন ডেস্ক
![আয়নাঘর পরিদর্শন শেষে ফেসবুক পোস্টে যা লিখলেন ভারতীয় সাংবাদিক](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739363385-412f4cde72a4c7e2e6ccbee8586f04d4.jpg?w=1920&q=100)
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফেসবুকে ‘হ্যাশট্যাগ ব্যান আওয়ামী লীগ’ প্রচারণা
অনলাইন ডেস্ক
![আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফেসবুকে ‘হ্যাশট্যাগ ব্যান আওয়ামী লীগ’ প্রচারণা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739363266-20d67ffd22b5612917b2228a5e421e02.jpg?w=1920&q=100)
ফেসবুকে হ্যাশট্যাগ ব্যান আওয়ামী লীগ প্রচারণা চালিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শুরু করেছে ছাত্র-জনতা। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টে এই প্রচারণা প্রথম দেখা যায়। হাসনাত আব্দুল্লাহ ওই পোস্টে বলেন, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে। #banawamilegue। কিছুক্ষণ পর আরেক পোস্টে হাসনাত বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পরে বিকেল ৫টার দিকে #banAwamileague লিখে পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাতের পর একই পোস্ট দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান...
জাহানারা ইমামের ‘গণআদালত’ ছিল মব জাস্টিসের বিশুদ্ধ নমুনা: ফরহাদ মজহার
নিজস্ব প্রতিবেদক
![জাহানারা ইমামের ‘গণআদালত’ ছিল মব জাস্টিসের বিশুদ্ধ নমুনা: ফরহাদ মজহার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739362446-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
লেখক, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত স্বজনদের উদ্যোগে এবং জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়। সেই সংগঠন ১৯৯২ সালের ২৬ মার্চ ঢাকায় গণআদালত (Peoples Tribunal) আয়োজন করে। সেটা ছিল বিদ্যমান সংবিধান, আইন ও আদালতের বাইরে এবং রাষ্ট্রের বিপরীতে মব জাস্টিস-এর বিশুদ্ধ নমুনা। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি লেখেন, তৌহিদী জনতা হিসেবে নিজের পরিচয় দিতে অনেককে খুব শরমিন্দা ও অপরাধী মনে হচ্ছে। অন্যদিকে যারা নিজেদের বাম ও প্রগতিশীল দাবি করেন, তারা তৌহিদী জনতার রণধ্বনিকে মব ও সন্ত্রাস গণ্য করেন এবং আইনের শাসনের নামে মুর্ছা যান। ফরহাদ মজহার লেখেন, ইনসাফ হবে যদি গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য তৌহিদী জনতাও গণ আদালত...
আগুনের ঘটনায় সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিলেন কাফি
অনলাইন ডেস্ক
![আগুনের ঘটনায় সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিলেন কাফি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739351148-c1e554036b099aa8946b402df76d396b.jpg?w=1920&q=100)
পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার পর আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, কিছুই রইলো না, ৭ দিনের আল্টিমেটাম দিলাম। ভিডিও বার্তায় সরকারের উদ্দেশে ৭ দিনের আল্টিমেটাম দেন তিনি। কাফি কাঁদতে কাঁদতে বললেন, বাড়ি পুড়িয়ে ফেলার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি। বাংলাদেশের পক্ষে কথা বলেছি। দেশের মানুষের জন্য কথা বলেছি তাই আজকে আমর ঘর পুড়িয়ে দিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, শুধু বাড়িই না আমার পরিবারকে মারার পরিকল্পনা ছিলো। গভীর রাতে দরজা ভেঙে পরিবারের লোকজন বের হয়েছে। সরকারের উদ্দেশে কাফি বলেন,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর