চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের শেষ ওয়ানডেতে ব্যাট হাতে দাপট দেখালো ভারত। শুবমান গিলের দুর্দান্ত শতক ও শ্রেয়াস আইয়ারের ঝড়ো ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৩৫৬ রান তোলে স্বাগতিকরা। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান। ব্যাট করতে নেমে শুরুতে রোহিত শর্মার উইকেট হারালেও দুর্দান্ত সেঞ্চুরি করেন ওপেনার শুভমান গিল। রানে ফিরলেন বিরাট কোহলি এবং স্রেয়াশ আইয়ার। এই তিনজনের দায়িত্বশীল তিনটি ইনিংস ভারতকে রান পাহাড়ে তুলে দেয়। আরও পড়ুন ২১ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন যুব বিশ্বকাপ জয়ী ওপেনার ১২ ফেব্রুয়ারি, ২০২৫ বিরাট কোহলি আউট হন ৫৫ বলে ৫২ রান করে। তবে শুভমান গিলের সঙ্গে ১১৬ রানের বিশাল জুটি গড়ে তোলেন তিনি। ২২৬ রানের মাথায় আউট হন শুভমান...
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের রানের পাহাড়, গিলের সেঞ্চুরি
অনলাইন ডেস্ক
![ইংল্যান্ডের বিপক্ষে ভারতের রানের পাহাড়, গিলের সেঞ্চুরি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739367672-e0079216089f03035a0d23224d16bb87.jpg?w=1920&q=100)
১৫০ মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন
অনলাইন ডেস্ক
![১৫০ মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739367195-c69a077fae39586c58226ea90f6f4a45.jpg?w=1920&q=100)
দেশে জেলা ও উপজেলায় স্টেডিয়াম রয়েছে। উপজেলা পর্যায়ের স্টেডিয়াম শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামকরণ প্রকল্প ছিল। জাতীয় ক্রীড়া পরিষদ বুধবার ১৫০ মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে। জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়ামগুলো স্ব স্ব উপজেলার নামেই নতুন নামকরণ করেছে। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত স্টেডিয়ামটি উপজেলা মিনি স্টেডিয়াম, দেবীগঞ্জ, পঞ্চগড় নামকরণ হয়েছে। এ রকম ১৫০ উপজেলার নামেই স্টেডিয়াম গুলোর নতুন নামকরণ হয়েছে। এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি আজ এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন। যা উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে। অনুলিপি মন্ত্রীপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট পর্যায়ে প্রেরণ করা হয়েছে। দেশের নানা স্থাপনার মতো ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনাও বিগত...
২১ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন যুব বিশ্বকাপ জয়ী ওপেনার
অনলাইন ডেস্ক
![২১ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন যুব বিশ্বকাপ জয়ী ওপেনার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739366800-748bbbd920f05497c42fc6e573c7e15e.jpg?w=1920&q=100)
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অর্জন ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেই শিরোপাজয়ী দলের গর্বিত সদস্য ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। তবে ক্রিকেট ক্যারিয়ারে প্রত্যাশিত ছন্দ ধরে রাখতে পারেননি তিনি। শারীরিক ফিটনেসের সঙ্গে দীর্ঘদিন লড়াই চালানোর পর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। বুধবার ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন খুলনার এই ক্রিকেটার। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মাঠে খেলা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছিল তার। গত ছয় মাস ধরে অবসরের ব্যাপারে ভাবছিলেন তিনি। অবশ্য তিন মাস আগেই বিষয়টি নির্বাচকদের জানিয়েছিলেন নাবিল। সম্প্রতি দেশের ঘরোয়া ক্রিকেটে খেলে গেলেও ধারাবাহিকতা রক্ষা করতে পারেননি নাবিল। ব্যাট হাতে ফর্মে ফেরার চেষ্টার মাঝেই তিনি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়াশোনা চালিয়ে...
চ্যাম্পিয়নস ট্রফির আগে টাইগারদের অফিসিয়াল ফটোসেশন
অনলাইন ডেস্ক
![চ্যাম্পিয়নস ট্রফির আগে টাইগারদের অফিসিয়াল ফটোসেশন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739355958-36d7bf52c08957405e52b7540c90638d.jpg?w=1920&q=100)
আর মাত্র ৬ দিন পরে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এরইমধ্যে দলগুলো তাদের শেষ সময়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। এদিকে পিছিয়ে নেই বাংলাদেশও। আনুষ্ঠানিকভাবে আজ বুধবারই (১২ ফেব্রুয়ারি) মিরপুরে অনুশীলন শেষ করবে টাইগাররা। তার আগে পুরো দল কোচিং স্টাফসহ ফটোসেশন সেরেছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মূল মাঠে এদিন ফটোসেশন হয়। উপস্থিত ছিলেন সকল ক্রিকেটাররাও। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বাকাপেও আনুষ্ঠানিক ফটোসেশন পর্ব ছিল। ফটোসেশনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম উপস্থিত ছিলেন। বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচও হবে দুবাইয়ে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা। পরের ম্যাচ ধরতে দল আসবে পাকিস্তানে। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর