বিদেশি নাগরিকদের জন্য অনলাইনে অন অ্যারাইভ্যাল ভিসা কার্যক্রম উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ৩০ দিনের জন্য এই ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য Visa on Arrival/ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন এবং পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারী জটিলতার ক্ষেত্রে ৯৯৯-এ অভিযোগ কার্যক্রমের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ভিসা কার্যক্রম উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এরফলে বর্তমানে চুক্তি থাকা ১৪টি দেশের নাগরিকরা এখন থেকে বিমান বন্দরে ১০ মিনিটে ভিসা পাবেন। যা আগে দীর্ঘ সময় লেগে যেতো। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ ১৪ দেশের নাগরিকরা এই সুবিধা পান এখন। পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে ৯৯৯ এ...
বিমানবন্দরে নেমে ১০ মিনিটেই ভিসা পাবেন বিদেশিরা
নিজস্ব প্রতিবেদক
![বিমানবন্দরে নেমে ১০ মিনিটেই ভিসা পাবেন বিদেশিরা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739427500-02cc2ec0def30429df14256aabb058de.jpg?w=1920&q=100)
দুপুর থেকে ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
প্রেস বিজ্ঞপ্তি
![দুপুর থেকে ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739426880-aa3ba882f515604dcd7bb159f03355f7.jpg?w=1920&q=100)
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারি) দুপুর থেকে রাজধানীর কয়েকটি এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না। গ্যাস পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (১২ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন ১-এর ভূগর্ভস্থ স্টেশনের (বিমানবন্দর ও খিলক্ষেত) অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী বৃহস্পতিবার দুপুর ১টা থেকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত মোট ১৩ ঘন্টা কুর্মিটোলা হাসপাতাল, হোটেল রেডিসন, আরপিজিসিএল, ঢাকা রিজেন্সি, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), হোটেল লা মেরিডিয়ান, বলাকা ভবন, হাজী ক্যাম্প, কাওলাস্থ বিমানবন্দর ক্যাটারিং...
র্যাব, বিজিবি ও ডিজিএফআই নিয়ে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন সরকারের
নিজস্ব প্রতিবেদক
![র্যাব, বিজিবি ও ডিজিএফআই নিয়ে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন সরকারের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739426213-ea16249ed5d610c443b3052d20ce07f6.jpg?w=1920&q=100)
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র্যাব বিলুপ্তি, বিজিবিকে শুধু সীমান্ত রক্ষায় রাখা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে রাখা নিয়ে জাতিসংঘ যে প্রস্তাব করেছে সেটাকে সমর্থন জানিয়েছে সরকার। বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল/ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ এর উদ্বোধন শেষে এসব বলেন তিনি। এদিন পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারী কর্তৃক জটিলতা/অভিযোগ ৯৯৯-এ অবহিতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আরও পড়ুন প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৭ সদস্যের জাতীয় ঐকমত্যের কমিশন গঠন ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ উপদেষ্টা জানান, পাসপোর্ট ভেরিফিকেশন সহজ করা এবং পাসপোর্ট আবেদনে জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। পাসপোর্ট...
লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ বাংলাদেশি
অনলাইন ডেস্ক
![লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ বাংলাদেশি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739425431-7bc92d4e05fe29fc986a7b47252ccfe7.jpg?w=1920&q=100)
লিবিয়ার বেনগাজীতে আটকে পড়া ১৪৫ জন বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে বাংলাদেশি বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১৪৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। ফিরে আসা বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। দেশে ফেরত আসার পর এ ভয়ংকর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়াতে না যায় এ বিষয়ে তাদের সচেতন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর