বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া বাংলাদেশের কাছে আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। এ ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে চার দিনব্যাপী এ বিনিয়োগ সম্মেলন গত ৭ এপ্রিল শুরু হলেও আজ প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে সারা বিশ্ব থেকে আসা বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, বাংলাদেশ এই মুহুর্তে বিনিয়োগের সঠিক জায়গা। তিনি তুলে ধরেন বাংলাদেশের তৃতীয় প্রজন্মের বিপুল সম্ভাবনার কথা।...
বিশ্বকে বদলে দেওয়ার দুর্দান্ত আইডিয়া বাংলাদেশের কাছে আছে: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক

ঈদে সড়কেই ঝরেছে ৩২২ প্রাণ
নিজস্ব প্রতিবেদক

এবার ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াতে সড়কে ৩১৫টি দুর্ঘটনায় ৩২২ জনের প্রাণহানি ঘটেছে। এসময় ৮২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার (৯ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। এসময় তিনি জানান, একই সময়ে রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত, ৮ জন আহত হয়েছেন। নৌ-পথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত, ১ জন আহত ও ১ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত ও ৮৩৫ জন আহত হয়েছেন। news24bd.tv/SC
অগ্রাধিকার এখন জাতীয় নির্বাচন, জানালেন ইসি সানাউল্লাহ
নিজস্ব প্রতিবেদক

স্থানীয় নির্বাচন নিয়ে এখন ভাবছে না নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন অগ্রাধিকার পাবে বলে জানালেন নির্বাচন কমিশনারব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (৯ এপ্রিল) এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রবাসীদের ভোট নিতে পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং- এর বিষয়ে ভাবছে কমিশন৷ তবে এ ধরনের ভোটের ট্রায়ালের আগেই আটটি ধাপ পার করতে হবে। তবে তিন পদ্ধতিরই সবলতা ও দুর্বলতা আছে। ইসি সানাউল্লাহ বলেন, আগামী ১০-১২ দিনের মধ্যে পদ্ধতিগুলো বিশ্লেষণ করে দুর্বলতা কাটাতে কমিটি কাজ করবে। এরপর বিভিন্ন স্টেক হোল্ডারদের মাঝে উপস্থাপন করা হবে। প্রবাসীদের ভোটে যুক্ত করতে কোনো একটি পদ্ধতিতে নয়, মিশ্র পদ্ধতি বা তিনটি পদ্ধতিই নিয়ে আসবো। ভোট দিতে চাইলে প্রবাসীদের রেজিস্ট্রেশন করতে হবে।...
‘ইনভেস্টমেন্ট সামিট’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সম্মেলনে অংশ নিয়ে তিনি এ সামিটের উদ্বোধন করেন। সামিটের তৃতীয় দিনে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহারও উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা। এছাড়া ইয়ুথ এন্টারপ্রেনারশিপ মেলার আয়োজন রয়েছে। উপদেষ্টা সেখানে আরলি স্টেজ কোম্পানির সঙ্গে কথা বলবেন। দ্বিতীয় ধাপে রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা হবে। বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তারা বিনিয়োগের প্রতিশ্রুতি দিলে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। চার দিনব্যাপী বিজনেস সামিটের দুইদিনে ইতোমধ্যে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, আমেরিকাসহ বেশ কয়েকটি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর