পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, প্রত্যর্পণ চুক্তির আলোকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে। কূটনৈতিক পত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও পাঠানো হয়েছে। ভারতের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি, তবে উত্তর আশা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বিষয়ে তিনি বলেন, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার নেই ৫ মাস, নতুন হাইকমিশনার নিয়োগের জন্য আবেদন করেছি। তবে এখনো জবাব পাওয়া যায়নি। তবে ৩-৪ মাসের বেশি সময় স্বভাবিক সময়। জুলাই-আগস্ট অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন প্রকাশে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়কে ধন্যবাদ জানিয়েছে বলে উল্লেখ করেন...
হাসিনাকে ফেরানোর বিষয়ে নতুন করে যা জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
![হাসিনাকে ফেরানোর বিষয়ে নতুন করে যা জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739443978-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
র্যাবের সিও ফরিদ উদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে গণ জমায়েত
নিজস্ব প্রতিবেদক
![র্যাবের সিও ফরিদ উদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে গণ জমায়েত](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739441482-9f6817ce671a3804235a2b5551dca228.jpg?w=1920&q=100)
যাত্রাবাড়ী ম্যাসাকারের অন্যতম রূপকার র্যাব-১০ এর সিও ফরিদ উদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে গণ জমায়েতের ডাক দিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার জসিউদ্দিনে বিকেল সাড়ে ৪টায় তারা এ গণ জমায়েত কর্মসূচি করবেন বলে জানিয়েছেন। কর্মসূচির পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকে জানানো হবে বলেও জানায় সংগঠনটি। ফেসবুক পোস্টে তারা জানায়, আমরা নিশ্চিত হয়েছি ফরিদ উদ্দিন বর্তমানে তার কর্মস্থল যেখানে বদলি করা হয়েছিলো খাগড়াছড়ি এপিবিএন ট্রেনিং সেন্টারে যেটা রাঙ্গামাটি হিল ডিসট্রিক্ট ব্যাটালিয়নের অধীনস্থ (মিলিটারি পুলিশ) সেখানে অনুপস্থিত। এর আগে বুধবার ফরিদকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। সরকারের উদ্দেশে তারা বলেন, ফরিদকে আপনারা ধরবেন নাকি আমরা? সিদ্ধান্ত নিন, সময় ১২...
আমরা আপনার মতো ব্যক্তিদের থেকে শিখি, প্রধান উপদেষ্টাকে আমিরাতের মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
![আমরা আপনার মতো ব্যক্তিদের থেকে শিখি, প্রধান উপদেষ্টাকে আমিরাতের মন্ত্রী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739438969-f3e5c42feba0a519791f593b76279f69.jpg?w=1920&q=100)
সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সঙ্গে সাক্ষাত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার দুবাইয়ে বিশ্ব সরকার শীর্ষ সম্মেলনের (ডব্লিউজিএস) পার্শ্ববর্তী অনুষ্ঠানে এ সাক্ষাৎ করেন তারা। প্রধান উপদেষ্টাকে এসময় আমিরাতের মন্ত্রী সম্মেলনে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, তার উপস্থিতি এই মর্যাদাপূর্ণ সম্মেলনকে আরও উজ্জ্বল করেছে। তিনি আরও বলেন, আমরা আপনার মতো ব্যক্তিদের কাছ থেকে শিখি। এসময় তারা WGS এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আমিরাতের মন্ত্রী বাংলাদেশের বর্তমান সংকটময় মুহূর্তে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান। আমিরাতের মন্ত্রী বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সম্পর্কের উন্নতির আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে উভয় দেশের...
হাজার কোটি টাকা অবৈধ লেনদেন মুস্তফা কামাল পরিবারের
নিজস্ব প্রতিবেদক
![হাজার কোটি টাকা অবৈধ লেনদেন মুস্তফা কামাল পরিবারের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739438035-3b8fe3e2436818a11b1716a031b45e50.jpg?w=1920&q=100)
আওয়ামী সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পরিবারের অবৈধ সম্পদ প্রায় দুইশো কোটি টাকা। আর এই পরিবার সন্দেহজনক লেনদেন করেছে প্রায় ১ হাজার কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। আওয়ামী লীগ সরকার ও দলের প্রভাবশালী ব্যক্তি ছিলেন আ হ ম মোস্তফা কামাল। গত ৫ আগস্টের পর দুদক মোস্তফা কামাল ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেন পেয়ে এরমধ্যে মোস্তফা কামাল, স্ত্রী কাশ্মীরা কামাল, ছেলে কাশফীক কামাল ও মেয়ে নাফিসা কামালের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদক সূত্র জানায়, মোস্তফা কামালের অবৈধ সম্পদ ২৭ কোটি ৫০ লাখ টাকা ও সন্দেহজনক লেনদেন ৪৪৬ কোটি টাকা, স্ত্রী কাশ্মীরা কামালের অবৈধ সম্পদ ৪৪ কোটি টাকা ও সন্দেহজনক লেনদেন ২৬ কোটি ৬৪ লাখ টাকা, ছেলে কাশফীক কামালের অবৈধ সম্পদ ৩১ কোটি ৭৮ লাখ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর