ভালোবাসা দিবসকে ঘিরে সবার মধ্যে অন্যরকম আনন্দ কাজ করে। দিনটি স্মরণীয় করে রাখতে অর্থবহ উপহারের গুরুত্ব অনেক। সঠিক উপহার শুধু প্রিয়জনকে আনন্দই দেয় না, বরং সম্পর্কের গভীরতাও প্রকাশ করে। পছন্দ, প্রয়োজন ও আবেগের সমন্বয়ে কিছু চমৎকার উপহার দেওয়া যেতে পারে, যা দীর্ঘদিন মনে থাকবে। নিচে এমন ১০টি উপহার তুলে ধরা হলো- সুগন্ধি: একটি ভালো পারফিউম শুধু সুন্দর সুবাসই ছড়ায় না, বরং এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে। প্রতিবার ব্যবহারের সময় এটি প্রিয়জনকে আপনাকে মনে করিয়ে দেবে। ভালোবাসা ও ঘনিষ্ঠতার নিদর্শন হিসেবে সুগন্ধি হতে পারে নিঃসন্দেহে সেরা উপহার। ঘড়ি: ঘড়ি শুধু সময় দেখার যন্ত্র নয়, এটি স্মৃতি ও মূল্যবোধের প্রতীক। প্রিয়জনের জন্য এটি একটি আদর্শ উপহার, যা প্রতিদিন ব্যবহার করা যায়। ঘড়ি উপহার দেওয়া মানে সময়ের মূল্য বোঝানো এবং...
ভালোবাসা দিবসে প্রিয়জনকে খুশি করার সেরা ১০ উপহার
![ভালোবাসা দিবসে প্রিয়জনকে খুশি করার সেরা ১০ উপহার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739428876-3ae22f34163a4ba764ed993f1e951c0d.jpg?w=1920&q=100)
স্বামী-স্ত্রীর চেহারা প্রায় একই রকম কেন হয়
অনলাইন ডেস্ক
![স্বামী-স্ত্রীর চেহারা প্রায় একই রকম কেন হয়](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739425560-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
প্রায় সময়ই অনেকে ঠাট্টা করে বলেন, স্বামী-স্ত্রী বহু বছর এক সঙ্গে থাকার পর নাকি তাদের চেহারা দেখতে একই করম লাগে। কারো কারো মতে এটা নাকি ভালোবাসার প্রকাশ। দুজন দুজনের প্রেমে এতই মগ্ন হয়ে যান যে কয়েক বছর পর তাদের দেখতে ভাই-বোনের মতো দেখায়। কখনো কি ভেবে দেখেছেন; আসলেই কি এমন হয়, বা হলেও কেন এমনটা হচ্ছে? এটা কি শুধুই মনের ভাবনা নাকি চোখের ভুল? না। এর পেছনে মনোবিজ্ঞানের রহস্য জানলে অবাক হবেন। এক সঙ্গে থাকতে থাকতে কেন একই রকম দেখতে লাগে দম্পতিকে? এনসিবিআই-তে প্রকাশিত এক গবেষণায় হেলথ ও রিটায়ারমেন্ট সার্ভের তথ্যকে ব্যবহার করে এমন কিছু দম্পতির ওপর গবেষণা করা হয়েছিল, যাদের বয়সের পার্থক্য ১০ বছরের। ১২ হাজার ৬৫২ জনের ওপর এই পরীক্ষা করা হয়। ১৯৯২ বা তার আগে করা বিবাহিত দম্পতিদের ওপর পরীক্ষাটি করা হয়েছিল এবং দ্বিতীয়বার ১৯৯৬ থেকে ২০০০ সালে বিয়ে করা দম্পতিদের ওপর...
মাউশি ও নায়েম মহাপরিচালককে প্রত্যাহারের দাবি
অনলাইন ডেস্ক
![মাউশি ও নায়েম মহাপরিচালককে প্রত্যাহারের দাবি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739374316-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. এহতেশাম উল হক ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক ড. জুলফিকার হায়দারকে প্রত্যাহারের দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ঘোষিত সকল কর্মসূচির সঙ্গে একাত্মতা ও সর্বাত্মক সহযোগিতা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) আওয়ামী স্বৈরাচারী দোসর অধ্যাপক এহতেশাম উল হককে মহাপরিচালক এবং ড. মো. জুলফিকার হায়দারকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীতে (নায়েম) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ উভয় নিয়োগ আদেশ বাতিলের জন্যে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট শুরু থেকেই মাউশি ভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আজ বুধবারও মাউশি ভবন ঘেরাও করে কঠোর কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম দিয়েছে। এ ছাড়াও...
"আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এক্স স্টুডেন্টস প্রিমিয়ার লিগ" ফাইনাল ১৪ ফেব্রুয়ারি
অনলাইন ডেস্ক
!["আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এক্স স্টুডেন্টস প্রিমিয়ার লিগ" ফাইনাল ১৪ ফেব্রুয়ারি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739349588-1dc5fbf00a014f9bd44cfc35eca5cb0c.jpg?w=1920&q=100)
নারায়ণগঞ্জের আদর্শ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ক্রীড়া সংগঠন আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এক্স স্টুডেন্ট স্পোর্টস কমিউনিটি-এর উদ্যোগে আয়োজিত আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এক্স স্টুডেন্টস প্রিমিয়ার লিগ সিজন ১ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় চিত্তরঞ্জন খেলার মাঠ, সিদ্ধিরগঞ্জে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদর্শ স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ শাহরিয়ার হোসেন বিদ্যুৎ এবং সাফ গেমস বিজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি উপভোগ করতে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে সকল প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, সম্মানিত শিক্ষক-শিক্ষিকারা ও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর