হবিগঞ্জের বাহুবলে গৃহবধূকে উত্যক্ত করার জেরে ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলছে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মিরপুর বাজারে সংঘর্ষ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত টর্চ জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত রয়েছেন গ্রামবাসী। এখন পর্যন্ত সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, দুপুরে উপজেলার বানিয়াগাও গ্রামের জনৈক যুবক তার স্ত্রীকে নিয়ে চা বাগানে ঘুরতে যান। এসময় চারগাও গ্রামের ৩ যুবক তার স্ত্রীকে উত্যক্ত করে। এ নিয়ে বিকেলে ওই গৃহবধুর পরিবারের লোকজনের সঙ্গে চারগাও গ্রামের ৩ যুবকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় মাইকে ঘোষণা দিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বানিয়াগাও গ্রামের পক্ষ নেয়...
গৃহবধূকে উত্যক্তের জেরে মাইকে ঘোষণা, টর্চ জ্বালিয়ে সংঘর্ষ আহত শতাধিক
নিজস্ব প্রতিবেদক

শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন৷ মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে৷ আহতরা হলেন রঘুনাথপুর গ্রামের মহিবুর রহমান মানিক (৩৫), কামাল হোসেন (২৮), শাহীন (৩৮), জোনাক আহমদ (২৮), তারেক আহমদ (৩২), বদরুল আলম (৪২), শাহ আলম (৪৫), দুলাল (৪৫), মকসুদ আলী (৫০), আইবুর রহমান (৪০), শফিক আলী (৫০)৷ তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রঘুনাথপুর গ্রামে ধান শুকানোর জায়গা দখল ও পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মধ্যে কথা-কাটা হয়। কথা-কাটাকাটি একপর্যায়ে দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন৷ এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন৷ আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা...
‘ভাইকে কুপিয়ে হত্যা করল ভাই’
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাউজানে জায়গা-জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে নুরুল আলম বকুল নামে এক ভাইকে অপর ভাই কুপিয়ে হত্যা করেছে। আজ মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৩টার সময় উপজেলার ১ নং হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ তিতা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নুরুল অভিযুক্ত হত্যাকারী শহিদা বেগমের ছেলে। তার মা শহিদা বেগমের দুই ঘরের সন্তান রয়েছে। স্থানীয়রা জানান, প্রকৌশলী নুরুল আলম বকুল গ্রামের বাড়িতে ঈদ করতে স্ত্রী ও সন্তানদের শহরে রেখে গ্রামের নিজ বাড়িতে আসেন। ঈদের পরের দিন দুপুরে নিজের বাড়িতে এসে মা শহিদা বেগম, সৎ ভাই দিদার আলম, নাজিম উদ্দিন, মুন্নি আকতার ভিটের জায়গা ভাগ ভাটোয়ারা নিয়ে বিরোধে জড়ায়। এর জের ধরে হাতাহতির এক পর্যায়ে বকুলকে দা, কুড়াল দিয়ে আঘাত করতে থাকলে তিনি মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয়রা ও ছোট ভাই রাজু আহমেদ প্রথমে রাউজান উপজেলা হাসপাতাল, পরে...
মাছ ধরার জাল-ই কাল হলো কলেজ শিক্ষার্থীর
গোপালগঞ্জ প্রতিনিধি

মাছ ধরার জালই কাল হলো কলেজ শিক্ষার্থীর গোপালগঞ্জে মধুমতি নদীতে মাছ ধরার সময় নদীতে পড়ে গিয়ে কলেজ ছাত্র আঃ করিম মুন্সি (২২) নিখোঁজের সাড়ে ৪ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত করিম মুন্সি সদর উপজেলার সুলতালশাহি গ্রামের হাফিজুর মুন্সীর ছেলে এবং মীরপুরের ঢাকা মডেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অর্নাস প্রথম বর্ষের ছাত্র। পরিবার সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসে আজ মঙ্গরবার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার তালা-কেকানিয়া খেয়াঘাট এলাকায় মধুমতি নদীতে ৪ বন্ধু জাল দিয়ে মাছ ধরতে নৌকায় মধুমতি নদীতে গেলে এক পর্যায়ে জালে জড়িয়ে করিম মুন্সী নদীতে পড়ে পানিতে তলিয়ে যায়। গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিস-এর লিডার নাজমুল ইসলাম জানান, প্রথমে এলাকাবাসী ও পরে মাদরীপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল তাকে উদ্ধারের চেষ্টা চালায়। নিখোঁজের সাড়ে ৪ ঘন্টা তার মরদেহ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর