গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনের পর দেশবাসীর কাছে উন্মোচিত হয় এর ভয়াবহ চিত্র। এ নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ ব্যক্তিবর্গসহ নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা। এরই মধ্যে আয়নাঘর নিয়ে পোস্ট দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় আলেম এবং আলোচক শায়খ আহমাদুল্লাহ। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আয়নাঘর নিয়ে পোস্টটি দিয়েছেন তিনি। এতে তিনি লিখেছেন, ‘আয়নাঘরের সে বীভৎস দিনগুলো আর কখনো ফিরে না আসুক এ দেশে। news24bd.tv/NS
আয়নাঘর নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
অনলাইন ডেস্ক
![আয়নাঘর নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739435305-464a435f2aba53b1c17ea26cc084d11b.jpg?w=1920&q=100)
আয়নাঘরের বিষয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী
অনলাইন ডেস্ক
![আয়নাঘরের বিষয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739434207-412f4cde72a4c7e2e6ccbee8586f04d4.jpg?w=1920&q=100)
টর্চারসেল বা আয়নাঘর নিয়ে এবার মুখ খুলেছেন আলোচিত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে নিজের মতামত জানান তিনি। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আঁধারের আয়নাঘর আস্তাকুড়ে নিপাত যাক। চির অবসান হোক বীভৎস সব জুলুমের। নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ। আরও পড়ুন মিজানুর রহমান আজহারীকে নিয়ে সারজিস আলমের দেওয়া পোস্ট ভাইরাল ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ এরপর একই পোস্টের মন্তব্যের ঘরে তিনি আরও লেখেন, রাসূল ﷺ বলেন হে কাব ইবনু উজরা! আমার পরে যেসব নেতার উদয় হবে আমি তাদের (অনিষ্টতা) থেকে তোমার জন্য আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করি। যে ব্যক্তি তাদের দ্বারস্থ হলো (সান্নিধ্য লাভ করলো), তাদের মিথ্যাকে সত্য বললো এবং তাদের স্বৈরাচার ও যুলুম-নির্যাতনে সহায়তা করলো, আমার সাথে এ ব্যক্তির কোন...
মিজানুর রহমান আজহারীকে নিয়ে সারজিস আলমের দেওয়া পোস্ট ভাইরাল
অনলাইন ডেস্ক
![মিজানুর রহমান আজহারীকে নিয়ে সারজিস আলমের দেওয়া পোস্ট ভাইরাল](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739429539-bc37828a74959d4b9e803b6816eecf51.jpg?w=1920&q=100)
প্রখ্যাত ইসলামিক স্কলার ও বক্তা মিজানুর রহমান আজহারীকে নিয়ে এবার প্রশংসায় মাতলেনজাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক মো. সারজিস আলম। তিনি আজহারীরনতুন বই এক নজরে কুরআন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা করেছেন। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশংসা করেন। সারজিস বলেন, মাত্র এক ঘণ্টা পড়ার পরই তার মনে হয়েছে, বইটি তরুণ প্রজন্মের প্রত্যাশার আলোকে লেখা হয়েছে। তিনি বইটিকে সহজবোধ্য, সহজে পাঠযোগ্য এবং গল্পের ছলে পাঠকের মনে দাগ কাটতে সক্ষম বলে উল্লেখ করেছেন। সারজিসের মতে, প্রত্যেক ঘরে এই বইয়ের একটি কপি থাকা উচিত এবং বিশেষ করে শিক্ষার্থীদের ও তরুণদের একবার হলেও বইটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়া উচিত। তিনি আরও লেখেন, পবিত্র কুরআনে রয়েছে সকল সমস্যার সমাধান। পোস্টের সঙ্গে...
চোখে কালো কাপড় পেঁচিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়: নাহিদ ইসলাম
![চোখে কালো কাপড় পেঁচিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়: নাহিদ ইসলাম](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739378295-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার আয়নাঘর পরিদর্শনে যান তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম। পরিদর্শন শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আয়নাঘর দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। নাহিদ ইসলাম লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে একদিন রাতের অন্ধকারে খিলগাঁও থেকে আমাকে তুলে নিয়ে যায় তৎকালীন সরকারি বাহিনী। চোখে কালো কাপড় পেঁচিয়ে নিয়ে যাওয়া হয় হাসিনার কুখ্যাত আয়নাঘর নামক বন্দিশালায়। শুধু রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে গত ১৫ বছরে হাসিনার বাহিনীর হাতে গুমের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। তিনি লেখেন, আমরা গুম ও আয়নাঘরে বিনা বিচারে বন্দীদের ন্যায়বিচার নিশ্চিত করবোই। আমরা এমন রাজনৈতিক সংস্কৃতি এবং রাষ্ট্রব্যবস্থা নির্মাণ করতে চাই, যেখানে আর কখনো কোনোদিন বাংলাদেশের মাটিতে এমন ঘৃণ্য রাষ্ট্রীয় সন্ত্রাসের পুনরাবৃত্তি না হয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর