খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুয়েট ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে এক গ্রুপের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না, দাবি মোদের একটায়, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই, এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানাএসব স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করতে থাকে। এ সময়, ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাদের সঙ্গে অন্য একটি ছাত্র গ্রুপের উত্তেজনা সৃষ্টি হয়। এর পর ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এ বিষয়ে খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে...
কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
![কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/18/1739878525-4808dec79bb26e3634e598a3fc3e0427.jpg?w=1920&q=100)
সার্টিফিকেট নিতে এসে ইডেনে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক
![সার্টিফিকেট নিতে এসে ইডেনে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবরুদ্ধ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/18/1739876192-aef11356a3ff492b92d18bc7a206b491.jpg?w=1920&q=100)
ইডেন কলেজে অনার্সের সার্টিফিকেট নিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী বৈশাখী আটক হয়েছেন। মঙ্গলবার দুপুরে কলেজে যান তিনি, তবে সাধারণ শিক্ষার্থীরা তাকে চিনে ফেলেন। পরে শিক্ষার্থীরা তাকে কলেজের ভেতরে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে লালবাগ থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, বৈশাখী ইডেন কলেজের ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন। মঙ্গলবার তিনি নিজের অনার্সের সার্টিফিকেট নিতে কলেজে যান। এ সময় তাকে চিনে ফেলেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা, যারা পরবর্তীতে তাকে আটক করে। শিক্ষার্থীদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৈশাখীকে আটক করে থানায় নিয়ে যায়। লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাশৈনু জানান, বৈশাখীকে আটক করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে, তিনি কলেজে সার্টিফিকেট তুলতে এসেছিলেন। শিক্ষার্থীরা তাকে আটক করার...
ঢাবিতে ‘ত্রয়োদশ ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’, চ্যাম্পিয়ন আহসানউল্লাহ ইউনিভার্সিটি
অনলাইন ডেস্ক
![ঢাবিতে ‘ত্রয়োদশ ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’, চ্যাম্পিয়ন আহসানউল্লাহ ইউনিভার্সিটি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/17/1739800835-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের বিতর্ক সংগঠন একুশে ডিবেটিং ক্লাব আয়োজিত ত্রয়োদশ ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা রোববার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব রানার্স আপ হয়। প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল রানার্স আপ হয়েছে। কলেজ পর্যায়ে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং বিএএফ শাহীন কলেজ রানার্স আপ হয়। স্কুল পর্যায়ে মোট ১৮টি দল, কলেজ পর্যায়ে ২০টি দল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি দল অংশগ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে ফাইনাল বিতর্ক...
রাকসু নির্বাচনের রোডম্যাপ এ মাসেই: উপাচার্য
নিজস্ব প্রতিবেক
![রাকসু নির্বাচনের রোডম্যাপ এ মাসেই: উপাচার্য](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/17/1739789111-b89c4cc90e26a826ef04a7adfea8c40d.jpg?w=1920&q=100)
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ এ মাসেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রাকসু সংলাপ: সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে রাকসুর নির্বাচনের আয়োজন করা। যা সারাদেশের জন্য রোল মডেল হবে। এজন্য আমাদের সংস্কার কমিশন কাজ করছে। এসময় তিনি আরও বলেন, আমরা আশা করছি, এ মাসেই আমরা রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারবো। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল- এর উদ্যোগে আয়োজিত এই সংলাপ অনুষ্ঠানের সহ-আয়োজক ছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরাম, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন ও সোচ্চার স্টুডেন্ট...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর