সালমান খানের জীবনে প্রেম এসেছে বহু, এই খবর সকলেরই জানা। বলিপাড়ার নায়িকাদের সঙ্গে সালমানের নাম জড়িয়ে কম চর্চাও হয়নি। কাজের পাশাপাশি ভাইজানের প্রেমজীবনও লাইমলাইট কেড়েছে। বারবার প্রেমে পড়েও বিয়ের পিঁড়িতে বসেননি সালমান। তবে, অনুরাগীরা হাল ছাড়ার পাত্র নন। ৫৯ বছরেও বিয়ের পিঁড়িতে বসতে পারেন সালমান। এমনই আশায় বুক বেঁধেছেন ভক্তরা। সালমানের কোনও সম্পর্কই পরিণতি না পেলেও, প্রেমের দিক থেকে মুখ ফিরিয়ে নেননি। সেই আদ্যোপান্ত প্রেমিক মানুষটি প্রেম দিবস কি একাই কাটিয়ে দিলেন? না, ভ্যালেন্টাইন্স ডেতে একা ছিলেন না সালমান। ১৪ ফেব্রুয়ারি কীভাবে কাটিয়েছেন, সেই ছবি সমাজমাধ্যমে ভাগও করে নিয়েছেন। প্রেম দিবসে পরিবারের সঙ্গেই কাটিয়েছেন গোটা দিনটা। সালমানের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে তাঁর বাবা সেলিম খান ও সালমা খানকে। এ ছাড়াও, ছবিতে রয়েছেন আরবাজ খান, সুরা...
ভালোবাসা দিবস অন্যরকমভাবে কাটল সালমানের, কী করলেন 'ভাইজান'?
অনলাইন ডেস্ক
![ভালোবাসা দিবস অন্যরকমভাবে কাটল সালমানের, কী করলেন 'ভাইজান'?](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739621698-b0d4185e98d07340354eb527c000999d.jpg?w=1920&q=100)
‘ছাবা’ দেখে স্বামীকে প্রশংসায় ভাসিয়েছেন ক্যাটরিনা
অনলাইন ডেস্ক
![‘ছাবা’ দেখে স্বামীকে প্রশংসায় ভাসিয়েছেন ক্যাটরিনা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739618430-3d2b0703cc5bd0e7b07abeb30787cdb9.gif?w=1920&q=100)
দক্ষীণি অভিনেত্রী রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল অভিনীত ছাবা সিনেমা মুক্তি পেয়েছে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)। সিনেমা মুক্তির আগে জোরদার প্রচারণা চালিয়েছেন রাশমিকা-ভিকি। অন্যান্য সবার মতো সিনেমাটি দেখে নিজের অনুভূতি জানালেন ভিকির স্ত্রীর নায়িকা ক্যাটরিনা কাইফ। এটি কেমন লেগেছে এ নিয়ে তিনি বিস্তারিত লিখেছেন তার সোশ্যাল মিডিয়ায়। ছাবা দেখে সোশ্যাল মিডিয়ায় স্বামীকে প্রশংসায় ভাসিয়েছেন ক্যাটরিনা। অভিনেত্রী লিখেছেন, তুমি সত্যিই অসাধারণ। ভালোবাসা দিবসে এর চেয়ে দামি উপহার একজন সঙ্গীর জন্য আর কীই বা হতে পারে? এখানেই অবশ্য থেমে থাকেননি ক্যাটরিনা। তার দীর্ঘ পোস্টে সিনেমার খুঁটিনাটি থেকে পরিচালক, অভিনেতাদেরও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ইনস্টাগ্রামে ছাবার পোস্টার শেয়ার করে রিভিউয়ে ক্যাটরিনা লিখেছেন, কী দারুণ একটা সিনেম্যাটিক অভিজ্ঞতা। ছত্রপতি সম্ভাজি...
বাবা-মা হচ্ছেন পরমব্রত ও প্রিয়া
অনলাইন ডেস্ক
![বাবা-মা হচ্ছেন পরমব্রত ও প্রিয়া](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739611945-021ac8ef73f6d1946537f2cac6d0243a.gif?w=1920&q=100)
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়া চক্রবর্তী দম্পতির ঘরে আসতে চলেছে নতুন অতিথি। প্রথমবারের মতো বাবা-মা হচ্ছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি অভিনেতা নিজেই জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক পোস্ট দিয়ে পরমব্রত লিখেছেন, নতুন সদস্য যোগ হতে চলেছে এই পরিবারে। এদিকে গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে পরমব্রতের স্ত্রী প্রিয়া চক্রবর্তী জানিয়েছেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। চিকিৎসক জানিয়েছেন, সব ঠিক থাকলে জুন মাসে তারকা দম্পতির সন্তান পৃথিবীর আলো দেখবে। প্রিয়া বলেন, শুক্রবার প্রতিদিনের মতোই নানা কাজে ব্যস্ত ছিলাম আমরা। তারপর চিকিৎসকের কাছে যাই। নিয়মিত পরামর্শ নেওয়ার মধ্য দিয়ে যাচ্ছি। বাড়ি ফিরে ঠিক করি, এবার জানানোর সময় এসেছে। এরপরই আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছেন এই তারকা দম্পতি। ২০২৩ সালের...
ভালোবাসার মানুষ নিয়ে যা বললেন পরীমনি
অনলাইন ডেস্ক
![ভালোবাসার মানুষ নিয়ে যা বললেন পরীমনি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739610338-64dc37ed2fa4b2ff76e20935732e8465.gif?w=1920&q=100)
ঢালিউড চিত্রনায়িকা পরীমনি এবং শরীফুল রাজ দম্পতির দুষ্টু-মিষ্টি সম্পর্কের কথা সকলেই জানা। তবে সেসব এখন অতীত। শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানকে একাই রয়েছেন এই নায়িকা। পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় থাকেন আলোচনায়। বিভিন্ন সময়েই ভক্তদের সঙ্গে নানা মুহূর্তের ঘটনা কিংবা ছবি শেয়ার করতে দেখা যায় তাকে। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভালোবাসার মানুষ সম্পর্কে লিখতে দেখা যায় এ পরীকে। যেখানে তিনি লিখেছেন, ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই। স্ট্যাটাসে তিনি লেখেন, শোনো সরল অবুঝ প্রাণ, রাতের রাস্তায় নিয়ন আলোর ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটি হোক, শাহরুখ খান বা সয়ং বিল গেটস, সবাই তার প্রানের মানুষটিকে তার নিজের নাম ছাড়িয়েই দেখতে চায় পৃথিবীতে। পৃথিবীর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর