গত বছর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার অফিস (ওএইচসিএইচআর) তাদের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলেছে যে, ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভ সহিংস হয়ে ওঠার আগেই ক্ষমতাচ্যুত সরকার সামরিক বাহিনীগুলোকে মোতায়েন করতে শুরু করেছিল। এতে বলা হয়েছে, বিক্ষোভ সর্বাত্মক রূপ ধারণ করা এবং সহিংস হয়ে ওঠার অনেক আগেই সরকার র্যাব, বিজিবি এবং আনসার/ভিডিপি ব্যাটালিয়ন থেকে সশস্ত্র আধাসামরিক বাহিনী মোতায়েন করে রেখেছিল, যার লক্ষ্য ছিল স্পষ্টতই সামরিক হস্তক্ষেপ ও প্রাণঘাতি শক্তি প্রয়োগ করা। প্রতিবেদনে বলা হয়েছে যে, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনাগুলো যে কোনও মূল্যে ক্ষমতা ধরে রাখার জন্য, বেআইনি উপায়ে বিক্ষোভ দমন করার জন্য পরিকল্পিত...
ক্ষোভ বাড়ার আগেই কঠোর হয়েছিল হাসিনা সরকার
অনলাইন ডেস্ক
![ক্ষোভ বাড়ার আগেই কঠোর হয়েছিল হাসিনা সরকার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/19/1739931486-7bc92d4e05fe29fc986a7b47252ccfe7.jpg?w=1920&q=100)
ইমাম-মুয়াজ্জিনদের বেতন বৃদ্ধির বিষয়ে যা জানালেন ধর্ম উপদেষ্টা
অনলাইন ডেস্ক
![ইমাম-মুয়াজ্জিনদের বেতন বৃদ্ধির বিষয়ে যা জানালেন ধর্ম উপদেষ্টা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/19/1739909118-355113c12d7ad8b946f9ce061be62d2e.jpg?w=1920&q=100)
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। তিনি বলেন, বিভিন্ন জায়গায় অনেক দেবোত্তর সম্পত্তি বেহাত হয়ে গেছে। এগুলো মানুষ দখল করে নিয়েছে। আমরা মতিঝিলে একটা দেবোত্তর সম্পত্তি উদ্ধার করেছি। সেখানে আমরা বহুতল ভবন নির্মাণ করব, ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে। আ ফ ম খালিদ হোসেন বলেন, শত শত ওয়াক্ফ স্টেট সম্পত্তি বেহাত হয়ে গেছে, আমরা এগুলো উদ্ধারের চেষ্টা করছি। জেলা প্রশাসকদের আমরা নির্দেশ দিয়েছি, মন্ত্রণালয় থেকে নির্দেশনা গেলে যাতে তারা বাস্তবায়ন করেন। ধর্ম উপদেষ্টা বলেন, আইন...
পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল
নিজস্ব প্রতিবেদক
![পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/19/1739906066-7c90e2978c00bea1ac4fa1d9134fea65.jpg?w=1920&q=100)
নারীবিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও স্বাস্থ্য সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে আগামী ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত সময় দেওয়া হলো। এর আগে গত ১৮ নভেম্বর এ পাঁচ সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশনগুলোকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হয়েছে ১৭ ফেব্রুয়ারি। news24bd.tv/তৌহিদ
পদোন্নতি পেলেন শফিকুল আলম
অনলাইন ডেস্ক
![পদোন্নতি পেলেন শফিকুল আলম](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/19/1739905052-2eaa3862e8ccd93b5191caa724ab16a2.jpg?w=1920&q=100)
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলমকে সিনিয়র সচিব পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শফিকুল আলমকে প্রধান উপদেষ্টার প্রেসসচিব পদে তার কর্মকালীন সময়ে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। গত বছরের ১৩ আগস্ট, শফিকুল আলম বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরোপ্রধান হিসেবে কর্মরত থাকাবস্থায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব হিসেবে নিয়োগ পান। সে সময় তার পদমর্যাদা ছিল সচিব। news24bd.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর