পবিত্র মাহে রমজান উপলক্ষে মানুষের কল্যাণে দেশব্যাপী বসুন্ধরা শুভসংঘ নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ রোববার (২৩ মার্চ) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা ইফতার মাহফিল সম্পন্ন করেছে। ঈশ্বরগঞ্জ উপজেলার মারেফাতুল উলুম এতিমখানা মাদরাসার এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে শুভসংঘের বন্ধুরা ইফতার করেন। বসুন্ধরা শুভসংঘ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আহসানুর হক দিদারের সভাপতিত্বে মাদরাসার বড় হুজুর খলিলুর রহমান ছাড়াও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ শাকিল, প্রচার সম্পাদক মোস্তফা আমীর ফয়সল, ক্রীড়া সম্পাদক রাসেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক সায়মন আহম্মেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিব হাসান ও সিরাজুল ইসলাম প্রমুখ। উপজেলা শাখার সভাপতি...
মাদরাসার এতিমদের সাথে ঈশ্বরগঞ্জ শুভসংঘের ইফতার
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ

ট্রাফিক পুলিশদের ছাতা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখা
অনলাইন ডেস্ক

রাস্তায় শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপদে গন্তব্যে যেতে নিরলসভাবে কাজ করেন ট্রাফিক পুলিশ সদস্যরা। তীব্র গরমে কিংবা বৃষ্টিতেও তাদের এ দায়িত্ব পালন করতে হয়। প্রকৃতিতে উঁকি দিচ্ছে গরম। তার মাঝেও চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন মুবিনসহ অন্যরা। এই গরমে তাদের দায়িত্ব পালনে একটি স্বস্তি দিতে বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম শাখার উদ্যোগে সেই ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আলী, সদস্য আমীর খসরুসহ অন্য সদস্যরা। বসুন্ধরা শুভসংঘের ছাতা পেয়ে ট্রাফিক পুলিশ সদস্য মুবিন বলেন, শীত শেষে গরমের তীব্রতা দিন দিন বাড়ছে। রোদ কিংবা বৃষ্টি হোক আমাদের দায়িত্ব পালন করতে হয়। বসুন্ধরা শুভসংঘ ছাতা নিয়ে আমাদের পাশে এসে...
নৈশ প্রহরীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার বিতরণ
অনলাইন ডেস্ক

ঈদ মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। সবাই যখন পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে উৎসব আনন্দে মেতে ওঠে, তখনও সমাজের বিভিন্ন কর্মরত মানুষ দায়িত্ব পালন করেন। তাদের কখনো স্বেচ্ছায় কখনোবা বাধ্য হয়ে কাজ করতে হয়। তাই ঈদ আনন্দ থেকে অনেক সময় এসব মানুষকে বঞ্চিত থাকতে হয়। বিশেষ করে, নৈশ প্রহরীরা দিন-রাত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে, অথচ তাদের জন্য উৎসবের মুহূর্তগুলো যেনো একরকম অনিশ্চিতই থেকে যায়। এই বিষয়টি চিন্তা করে ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নৈশ প্রহরীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় তাদের হাতে এই ঈদ উপহার সামগ্রী তুলে দেন শুভসংঘের বন্ধুরা। উপহারের প্রতিটি প্যাকেটে ছিল চাল, তেল, সেমাই, চিনি এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গণ...
সরিষাবাড়ীতে ছিন্নমূল মানুষদের ঈদসামগ্রী দিল বসুন্ধরা শুভসংঘ
অনলাইন ডেস্ক

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জামালপুরের সরিষাবাড়ীতে ছিন্নমূল অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) সকালে সরিষাবাড়ী প্রেসক্লাব হল মিলনায়তনে বসুন্ধরা শুভসংঘ সরিষাবাড়ী উপজেলা শাখা এ ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো - সেমাই, চিনি, তেল, লবণ, চাল। ঈদ সামগ্রী পেয়ে শান্তি বেওয়া,সুফিয়া বেগম,ফজিলা বেগম, সালমা খাতুন, রবিউল ইসলাম, তজর আলীসহ অনেকেই বলেন, আমরা গরীব মানুষ কেউ আমাদের সাহায্য দিতে এগিয়ে আসেনি। বসুন্ধরা আমাদের কষ্টের কথা ভেবে ঈদ সামগ্রী পাঠিয়েছে এতে অনেক খুশি তারা। এই রমযান মাসে দোয়া করি এই সাহায্য দিতে যারা এগিয়ে এসেছে আল্লাহ তাদের ভালো করুক। এসময় কবি জাকারিয়া জাহাঙ্গীর বলেন, যারা সমাজের পিছিয়ে পড়া বিত্তহীন তাদের পাশে দাঁড়ানো বিশিষ্টজনদের কর্তব্য, বসুন্ধরা শুভসংঘ এই কাজটি করে যাচ্ছে। ঈদ উপলক্ষে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর