চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বিধিনিষেধ জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (৯ এপ্রিল) ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী ১০ এপ্রিল হতে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন; তাই পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই আদেশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলমান থাকা সময় পর্যন্ত...
এসএসসি পরীক্ষা ঘিরে যে বিধিনিষেধ দিলো ডিএমপি
নিজস্ব প্রতিবেদক

শ্যামলীতে সেনা অভিযান, ৬ সন্ত্রাসী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় আজ ভোররাতে সেনাবাহিনীর সফল অভিযানে কবজি কাটা আনোয়ার চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই কবজি কাটা আনোয়ার গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হাজতে আছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় অপরাধীদের সম্ভাব্য উপস্থিতির খবর পেয়ে মোহাম্মদপুরের বসিলা সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। মঙ্গলবার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে সংশ্লিষ্ট একটি বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালানো হয় এবং চক্রের ছয়জন সদস্যকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আকাশ ও মাসুদ নামে দুই ব্যক্তি আদাবর থানার মামলা নম্বর ১৯১(৫)/১ অনুযায়ী হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত। বাকিরাও এলাকার চিহ্নিত সন্ত্রাসী। আরও পড়ুন বিএসএফের...
রাজধানীতে আ. লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিভিন্ন দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার দক্ষিণখান, উত্তরখান ও বাংলা মোটর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তাররা হলেন, দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), উত্তরখান থানা যুবলীগের নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) ও আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক সোয়া ৮টায় দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মারুফ হোসেন সিফাতকে গ্রেপ্তার করে ডিবি-উত্তরা বিভাগের একটি...
পল্লবী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নুর গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

রাজধানীর পল্লবী থেকে আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডার নুর মিয়া আনসারীকে (৪০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৮ এপ্রিল) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি মিরপুর বিভাগের একটি দল পল্লবী এলাকায় অভিযান চালিয়ে নুর মিয়া আনসারীকে গ্রেপ্তার করে। তিনি টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ (করোটিয়া টাঙ্গাইল কলেজ) শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সম্পাদক। তিনি আরও জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি ঢাকা মহানগরীর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতে এসেছিলেন বলে স্বীকার করেন। উল্লেখ্য, নুর মিয়া আনসারীর নামে টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর