আমি একটা বিড়ালকে ভালোবাসতাম। সেটাই আমার দুর্ভাগ্য ছিল। সেই আমার কাল হয়েছিল। আমি একটা ঝোপের মধ্যে ওকে পেয়েছিলাম। কেউ ছেড়ে চলে গেছে। এক অভাগা, ক্ষুধার্ত বিড়ালছানা। ভয় পেয়েছে খুব। ও আমার হাতের ভিতর গুটিসুটি মেরে বসেছিল এক ছোট্ট ক্যাকটাসের মত। গা ভর্তি লোম। ওর ছোট ছোট নখ দিয়ে আমাকে আঁকড়ে ধরেছিল। সাথে সাথে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম, আর কোন উপায় ছিল না আমার। আমি ওর নাম দিয়েছিলাম ফিউরিয়সো । ওকে নিয়ে গেলাম বাড়িতে। সপ্তাহের পর সপ্তাহ ফিউরিয়সো হাঁটেনি। শুধু গুটিসুটি মেরে বসেছিল। ছোট্ট ক্যাকটাস যেন এক! ও এত লজ্জা পাচ্ছিল নিজের করুণ শরীরের জন্য! ওর এত ক্ষুধার্ত, এত চুপসানো শরীরের জন্য! কিন্তু নিজের দুর্বিষহ অবস্থা কাউকে দেখাতে চাচ্ছিল না ফিউরিয়সো । ছোট্ট এক গর্বিত বিড়ালছানা! ও খাবার হজম করতে পারত না। সাথে সাথে তা বের হয়ে আসত শরীরের সামনের দিক থেকে কিংবা...
ফিউরিয়সো
অনুবাদ করেছেন কল্যাণী রমা

রথো রাফির কবিতা
রথো রাফি

রথো রাফি পরিচয় মানুষ প্রথমে নির্ধারণ করে নিজেদের পরিচয়। এরপর ভিন্ন পরিচয়ের মানুষ আবিস্কার আর সৃষ্টি করে চলে তারা! এরপর একদিন ভিন পরিচয় মানুষদের রক্তপান করে আর উল্লাসে মাতে! অথবা নিজেই ভিন পরিচয়ের মানুষের করুণ ও নীল শিকারে পরিণত হয়! মানুষ প্রথমে সীমা নির্ধারণ করে। তারপর সীমা-অতিক্রমকারীকে খোঁজে ও হত্যা করে। কিংবা সীমার বাইরের সেই সীমা ধ্বংস করে আপন ভুগোল গড়ে নিতে চায় এবং সীমার ভেতরের মানুষগুলোকে ধ্বংস করে চলে দিনরাত কিংবা উপহার দেয় বড়জোর অনুগত দাসের জীবন। আর আপন ভুগোল, মানে, শত্রু ভুগোল থেকেই যায়। দুঃখের আর শোকের সুর বেজে চলে পৃথিবীর বুকে। কখনও থামে না। পরিচয় যেনো চেতনাকে স্পষ্টতা দিতে গিয়ে ধ্বংসও করে চলে প্রতিদিন। স্বস্তির দিগন্ত স্রোতের বিপরীতে যাবে অথচ স্রোতের ধাক্কা সইবে না, তা কী করে হয়! অথচ তোমাকে, দেখো, প্রতিটি আঘাত উপহার...
কমলকলি চৌধুরীর একগুচ্ছ কবিতা
কমলকলি চৌধুরী

আকাশ ছোঁয়ার দিন একদিন আমরা আকাশকে ছুঁয়েছিলাম... ছুঁয়েছিলাম অনেক মৃত্যুকে আলিঙ্গন করে করে। সালাম-বরকত-রফিক-জব্বার-শফিউর যেদিন নক্ষত্রের পানে তাকিয়ে ফাগুনের অযুত কৃষ্ণচূড়ার রং ছড়িয়ে দিয়েছিলেন কালো ক্যানভাসে সেদিন আমরা আকাশকে ছুঁয়েছিলাম... ছুঁয়েছিলাম আমাদের বিদীর্ণ চিত্তের বিশালতায়! বরকতের বিশাল বুকে কী ছিলো সেদিন? বাংলার আদিগন্ত আকাশ? সালামের হৃদয় জুড়ে ছিলো কি পদ্মার উত্তুঙ্গ ঢেউ, পাল-তোলা নৌকো আর দুরন্ত যুবার রাখালিয়া বাঁশির সুর! রফিকের বুকে কি ছিলেন দৃপ্ত রবীন্দ্রনাথ! জব্বারের বিঘত বুকে বিদ্রোহী নজরুল? শফিউরের বুক জুড়ে বুঝিবা জসীম উদ্দীন, জীবনানন্দ? কিংবা কপতাক্ষের কবি? তাঁরা সকলে মিলে সেদিন হয়ে উঠেছিলেন -- আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি... ঘর একটাই ঘর ছিলো, ছিলে জুবুথুবু দুজনে -- সুখেই তো ছিলে! ছিলো ঝগড়াঝাঁটি -- ভালোবাসা -- খুনসুটি।...
ইশরাত জাহান ঝুমের ৫ কবিতা
ইশরাত জাহান ঝুম

ইশরাত জাহান ঝুম ১) রঙিন স্বপ্ন রংধনু জেগেছে আকাশের লাল গালিচায় ফেলে আসা দিন ফিরে পেতে চায় যৌবনের করতালি । আড়ামোড়া দিয়ে ভাঙছে শরম নিঃস্ব মনে ক্রমশ ই জাগছে ব্যথা হৃদয়টা তুলে রেখেছি আলমিরাতে ; চাঁদের গায়ে হেলান দিয়ে দেখছি ভূমিশয্যা আমি দেখব আরো একটি রঙিন স্বপ্ন তোমার আমার গল্প গুলো আলোর ভিড়ে হোঁচট খেয়ে জেগে উঠবে । তুমি হয়ত জানবে না ... যে প্রেমে তুমি দেখেছ রক্তক্ষরণ সে প্রেমের মাঝে আমি দেখেছি জ্বলন্ত সঙ্গম। ২) কাফনের বাজার আমি একটা ছুরি দিয়ে আপনার চুম্বন ছিড়ে খেয়েছি যতবার খেয়েছি ততবার একলা হয়েছি প্রভু আপনার দরজায় যে পাখিটি আল্লাহ ডাকে তার নাম কি ? চুম্বনের শক্তি কত বড় তা কি জানেন প্রিয়তমা ? আমাদের ঘরের নাম ভুল আমাদের প্রেমের নাম মর্গেজ বাড়ছে ভুলে ভুলে লাশের মর্গেজ। আপ্নার ঠোঁটে যে চুম্বন গলছে সে আগুনের নাম...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর